বউয়ের সাজে শুধুই লাল
বাঙালি বিয়ের ঐতিহ্য মানেই নববধূর সাজ। যুগ যুগ ধরে লাল শাড়ি বিয়ের দিনের প্রতীক হিসেবে গণ্য হয়ে এলেও গত দুই তিন দশকে পরিবর্তন এসেছে বউয়ের সাজে। এখন আর বউ মানেই শুধু লাল শাড়ি পরিহিতা নারী নয় বরং বিয়ের পোশাকে দেখা যায় গোল্ডেন, অফ-হোয়াইট, রানি, বেগুনি, নীল, প্যাস্টেল এমনকি মিক্সড শেডের শাড়ির ব্যবহার।

চিরন্তন ঐতিহ্যবাহী লাল শাড়ি
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে লাল শাড়ি নববধূর জন্য সৌভাগ্যের প্রতীক। এটি ভালোবাসা, উজ্জ্বলতা ও নতুন জীবনের সূচনা বোঝায়। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে কনের প্রধান পোশাক হিসেবে লাল বেনারসি, কাতান বা জামদানি জনপ্রিয়। তবে বর্তমানে পুরো লাল না রেখে লাল-গোল্ডেন, লাল-সবুজ, লাল-মেরুন কম্বিনেশন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
লালের বদলে টমেটো রেড, ওয়াইন রেড, চেরি রেড, বারগান্ডি ইত্যাদি শেড ব্যবহৃত হচ্ছে।
গোল্ডেন ও অফ-হোয়াইটে রাজকীয় আবেদন
বর্তমানে বিয়ের দিনে অনেক কনে লালের পরিবর্তে গোল্ডেন বা অফ-হোয়াইট শাড়ি বেছে নিচ্ছেন। এটি কনেকে রাজকীয় লুক দেয়। কুন্দন, পোলকি বা মিনা গয়নার সাথে দারুণ মানায়। স্নিগ্ধ ও ক্লাসিক লুকের জন্য অফ-হোয়াইট শাড়ি বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা মিনিমাল লুক পছন্দ করেন, তারা অফ-হোয়াইটের সাথে সোনালি বা রুপালি গয়না পরতে পারেন।

রানি ও মেরুনে নতুন ফ্যাশন
লালের সাথে কিছুটা মিল থাকা সত্ত্বেও রানি ও মেরুন রঙের শাড়ি বিয়ের জন্য দারুণ জনপ্রিয়তা পেয়েছে। রানি রঙ বেশি উজ্জ্বল ও জমকালো যা নববধূর সৌন্দর্য বাড়িয়ে তোলে। মেরুন শেডের হালকা গাঢ় টোন কনেকে অভিজাত ও গ্রেসফুল লুক দেয়। এই রঙগুলোর সাথে সাধারণত সোনালি জরির কাজ করা বেনারসি বা কাঞ্জিভরম শাড়ি বেশি পরতে দেখা যায়।
নীল ও সবুজে ট্রেন্ডি লুক
বিয়ের দিনের জন্য নীল বা সবুজ রঙের শাড়িও এখন কনের ফ্যাশনে জায়গা করে নিয়েছে। নীল শাড়ি (নেভি ব্লু, রয়্যাল ব্লু, টারকোয়েজ) নববধূকে সাহসী ও অনন্য লুক দেয়। সবুজ শাড়ি (এমারেল্ড, বোতল সবুজ, মিন্ট গ্রিন) বিশেষ করে যারা গায়েহলুদের রঙের সাথে মিল রাখতে চান তারা বিয়ের দিন সবুজ পরেন। এই রঙগুলোর শাড়িতে সাধারণত সোনালি জরির কাজ করা হয়।
প্যাস্টেল ও মিক্সড শেডে নতুন যুগের স্টাইল
যারা হালকা ও সাবলীল সাজ পছন্দ করেন, তারা প্যাস্টেল রঙের শাড়ি পরছেন। প্যাস্টেল শেডের ক্ষেত্রে পীচ, ল্যাভেন্ডার, সফট পিঙ্ক, হালকা মাউভ বিশেষ করে ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন বিয়েতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিক্সড শেড শাড়ির ক্ষেত্রে গোল্ড-অফ হোয়াইট, ব্লু-সিলভার, মেরুন-গোল্ডের মতো কম্বিনেশন ফ্যাশনে এসেছে।

‘বউ মানেই শুধু লাল’—এই ধারণা এখন বদলাচ্ছে। সময়ের সাথে কনের সাজ ও ফ্যাশনে বৈচিত্র্য এসেছে। লাল শাড়ি ঐতিহ্যের প্রতীক হলেও আজকের কনেদের সামনে অফ-হোয়াইট, গোল্ডেন, নীল, সবুজ, মেরুন কিংবা প্যাস্টেল শেডের অসংখ্য অপশন রয়েছে। বিয়ের সাজ শুধু লালের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি হতে পারে পছন্দ ও স্টাইলের প্রতিচ্ছবি। বিয়েতে কনের সাজ হোক ঐতিহ্যের সংমিশ্রণে আধুনিক ফ্যাশনের এক অনন্য প্রকাশ।