শুধু সর্দি-কাশি নয়, শীতে ব্রণও কমাবে আদার রস
অনেকের পছন্দের শীতকাল হলেও, শীতের সময়ে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা দেয়। ঠান্ডা লাগার কারণে সর্দি-কাশি যেন সবার মাঝেই দেখা যায়। এই শীতের দিনে আদার চা বা আদার রস সর্দি-কাশির নিরাময়ে কতটা কার্যকরী তা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি? এই সাধারণ উপাদানটি ত্বকের যত্নেও দারুণ উপকারী। বিশেষ করে ব্রণ দূর করতে আদার রস হতে পারে একটি কার্যকরী প্রাকৃতিক সমাধান।
কেন ব্রণ হয় শীতে?
শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক প্রয়োজনীয় আর্দ্রতা হারায়। এই কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। শুষ্কতার কারণে ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি তেল উৎপন্ন করতে পারে যা লোমকূপ বন্ধ করে দিয়ে ব্রণ সৃষ্টি করতে পারে। তাছাড়া শীতে পানি কম পান করার ফলে শরীরের ভেতর থেকে ডিটক্সিফিকেশন বাধাগ্রস্ত হয় যার প্রভাব পড়ে ত্বকের ওপর।

আদার রস কীভাবে ব্রণ কমায়?
আদায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্রণের জীবাণু ধ্বংস করে এবং ত্বকের লালচে ভাব কমায়। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে বিষাক্ত উপাদান থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
আদার রস ব্যবহারের ৩টি উপায়
সরাসরি আদার রস
এক টুকরো আদা কেটে ভালোভাবে চিপে রস বের করুন। এরপর একটি কটন প্যাড বা কটনবাড দিয়ে ব্রণের উপর সরাসরি লাগান। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আদা ও মধুর প্যাক
আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বককে হাইড্রেট করে এবং আদা ব্রণের জীবাণু দূর করে।
আদা ও অ্যালোভেরা জেল
আদার রসের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ব্রণের উপর লাগান। এটি ত্বকের লালচে ভাব কমিয়ে এনে শীতেও ত্বককে কোমল রাখবে।
যাদের অতিসংবেদনশীল ত্বক, তারা প্রথমে হাতে বা কানের পিছনে প্যাচ টেস্ট করে নিন। অতিরিক্ত ব্যবহার ত্বকে শুষ্কতা আনতে পারে। তাই সপ্তাহে ২-৩ বার ব্যবহার করাই ভালো। ব্রণের সমস্যা খুব বেশি হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শীতে শুধু সর্দি-কাশিই নয় ব্রণ প্রতিরোধেও আদার রস হতে পারে একটি সহজলভ্য প্রাকৃতিক উপাদান। নিয়মিত আদার রস ব্যবহার করলে ত্বক থাকবে উজ্জ্বল, পরিষ্কার ও ব্রণমুক্ত। প্রাকৃতিক উপাদান হওয়ায় আদার রস ব্যবহারে ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও কম। শরীর ও ত্বকের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান আদার রস।