Skip to content

১৩ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাতৃত্বের পর প্রথমবার র‍্যাম্পে দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। তার এই সময় কাটছিল নবাগত কন্যা দুয়ার সঙ্গে। এবার মাতৃত্বের পর প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটলেন এই তারকা। নজর কাড়লে ভক্তদের।

সম্প্রতি মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ শোতে দীপিকা র‍্যাম্পে হাঁটেন। অনুষ্ঠানে ঢিলেঢালা ক্রিম রঙের শার্ট, ম্যাচিং ট্রাউজার ও ট্রেঞ্চ কোটের সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি পরেছিলেন তিনি। তার র‍্যাম্প ওয়াকের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশংসার বার্তা পেয়েছেন সমালোচকদের কাছ থেকে।

এই বিশেষ আয়োজনে দীপিকার পাশাপাশি  উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, আদিতি রাও হায়দারি, অনন্যা পান্ডে, শাবানা আজমি ও বিপাশা বসুসহ আরও অনেক বলিউড তারকা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ