Skip to content

১৩ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসার নেতৃত্বে প্রথমবারের মতো নারী, দায়িত্বে জ্যানেট পেট্রো

জ্যানেট পেট্রো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাসার নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।

পেট্রো নাসার প্রথম নারী নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে ইতিহাস গড়লেন। ১৯৫৮ সালে নাসার প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম কোনো নারী এ সংস্থার শীর্ষ দায়িত্বে আসীন হলেন। তিনি নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন। 

নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে পেট্রো নাসার দৈনন্দিন কার্যক্রম, বাজেট এবং কর্মসূচি তত্ত্বাবধান করবেন। মার্কিন সিনেটে নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের ডিসেম্বরে নাসার প্রশাসক পদে উদ্যোক্তা ও বাণিজ্যিক নভোচারী জ্যারেড আইস্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন। 

এর আগে পেট্রো ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক সেবা, কর্মী ব্যবস্থাপনা, নীতি বাস্তবায়ন, মিশন পরিচালনা ও অন্যান্য প্রোগ্রাম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাসার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কেনেডি স্পেস সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে তিনি একে একটি বহুমুখী মহাকাশবন্দর হিসেবে গড়ে তোলার নেতৃত্ব দিয়েছিলেন। 

পেশাগত জীবনের শুরুতে পেট্রো মার্কিন সেনাবাহিনীতে একজন কমিশনড অফিসার ছিলেন। ১৯৮১ সালে তিনি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ