লাল পোশাকে শীতের সকাল উষ্ণ করলেন জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও ফ্যাশনের অনন্যতা দিয়ে বারবার ভক্তদের মন জয় করেছেন। পোশাক কিংবা অভিনয়ে, সবসময়ই নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করেন তিনি। সম্প্রতি ভারতে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস এ ভিন্নধর্মী জামদানি পরে মঞ্চ মাতানোর পর এবার সাহসী রূপ ধারণ করলেন লাল পোশাকে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শীতের সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে চারটি লাল ছবির কোলাজ শেয়ার করেন জয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর দারুণ ফ্যাশন সেন্স ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। ম্যাট রেড টপসে তোলা এই ছবিতে নেই ভারী গয়না বা অতিরিক্ত মেকআপ। জয়ার এই ছিমছাম ও আকর্ষণীয় লুক দ্রুত ভক্তদের মন কেড়ে নেয়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এক সন্দেহের ছায়া।”
সাহসী ফ্যাশন নিয়ে জয়ার পরীক্ষা-নিরীক্ষা নতুন নয়। এই রেড টপসেও তার খোলামেলা রূপ এবং মোহনীয় পোজগুলোতে ভক্তরা মুগ্ধ হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, তার প্রতিটি ছবি যেন আগুন। বয়স পঞ্চাশের কোঠায় হলেও জয়া তার রূপ ও ফ্যাশন ধরে রাখায় প্রশংসিত। কেউ মজা করে বলেছেন, “বয়স ধরে রাখার রহস্যটা জানাবেন?”
ফ্যাশনে বরাবরই বৈচিত্র্য পছন্দ করেন জয়া। মাস কয়েক আগে ফিল্মফেয়ারে ভিন্নধর্মী জামদানির স্টাইলে নতুনত্ব এনে আলোচনায় আসেন তিনি। যদিও সমালোচনাও হয়েছিল, তবুও তার স্টাইল সবসময়ই সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সম্প্রতি, ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ক্যামিও চরিত্রে ডাইনির ভূমিকায় দেখা গেছে জয়াকে। মেকআপের গুণে তাকে ডাইনি রূপে বোঝা কঠিন হলেও গল্পের প্রয়োজনে শেষ দৃশ্যে নিজের স্বাভাবিক রূপে হাজির হন তিনি। অভিনয় ও সৌন্দর্য উভয় দিক থেকেই দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জয়া আহসান।