চা-বাগান থেকে হার্ভার্ড: প্রিয়াংকার সংগ্রামী জয়ের গল্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে কোর্স করার সুযোগ পেয়েছেন শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের মেয়ে প্রিয়াংকা গোয়ালা। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের গ্লোবাল উদ্যোগ অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম-এর আওতায় একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন।
অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম মূলত পিছিয়ে থাকা সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি উন্নয়ন, নেটওয়ার্ক গড়ে তোলা, এবং মানসিকতার বিকাশে সহায়তা করে। এর লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত করা। আগামী ৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই ছয় মাসের অনলাইন কোর্সে সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রোগ্রামে ইন্টারেকটিভ লিডারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, “আমি আজ খুবই রোমাঞ্চিত যে হার্ভার্ড ইউনিভার্সিটির আয়োজিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে নির্বাচিত হয়েছি! এটি সারা বিশ্বের উচ্চাকাঙ্ক্ষী নেতাদের সঙ্গে শেখা, বেড়ে ওঠা এবং সংযোগ তৈরির একটি অসাধারণ সুযোগ। শিগগিরই এই রূপান্তরমূলক নেতৃত্বের যাত্রা শুরু হচ্ছে!
প্রিয়াংকার সংগ্রামী জীবন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে জন্ম নেওয়া প্রিয়াংকার শিক্ষাজীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কেটেছে। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরিবারের চাপে বিয়ে হতে চললেও তিনি তাতে রাজি হননি। একসময় পরিবারের সদস্যদের হত্যার হুমকির মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান।
প্রিয়াংকা ২০২০ সালে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি পেয়ে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) জনস্বাস্থ্য বিভাগে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তিনি স্নাতকের শেষ বর্ষে রয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশে ইন্টার্নশিপ শেষ করেছেন এবং মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে গবেষণা করছেন।
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই সাহসী নারী দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার স্বপ্ন দেখছেন।