যেভাবে রাখবেন ওয়াশরুম দুর্গন্ধমুক্ত
ওয়াশরুম সবসময় ঝকঝকে ও পরিষ্কার না থাকলে অস্বস্তি হতে পারে। এমনকি পরিষ্কার ওয়াশরুমেও অনেক সময় দুর্গন্ধ থেকে যায়, যা বিশেষত অতিথি এলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই ওয়াশরুম শুধু পরিষ্কার রাখাই নয়, দুর্গন্ধমুক্ত রাখাও অত্যন্ত জরুরি। এখানে কিছু সহজ উপায় দেওয়া হলো
ভেজা কাপড় বা তোয়ালে রাখবেন না
ভেজা তোয়ালে বা কাপড়ের কারণে ওয়াশরুম স্যাঁতস্যাঁতে হয় এবং দুর্গন্ধ ছড়ায়। তাই নিয়মিত এসব কাপড় পরিষ্কার করে শুকিয়ে নিন এবং ওয়াশরুমে এ ধরনের জিনিস এড়িয়ে চলুন।
বালতিতে কাপড় ভেজানো এড়িয়ে চলুন
ওয়াশরুমে দিনের পর দিন বালতিতে কাপড় ভেজানো থাকলে দুর্গন্ধ সৃষ্টি হয়। কাপড় দীর্ঘক্ষণ ভিজিয়ে না রেখে দ্রুত ধুয়ে নিন।
সুগন্ধি ডিফিউজার ব্যবহার করুন
ওয়াশরুমে একটি ছোট সুগন্ধি ডিফিউজার রাখতে পারেন। এতে থাকা এসেনশিয়াল অয়েল ধীরে ধীরে বাতাসে মিশে ওয়াশরুম সুরভিত রাখে।
সুগন্ধির প্যাকেট রাখুন
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধির প্যাকেট পাওয়া যায়। এগুলো ওয়াশরুমের এক কোণে রেখে দিলে দুর্গন্ধ দূর হয়।
বাতাস চলাচলের ব্যবস্থা করুন
ওয়াশরুমের জানালা খুলে রাখুন বা এগজস্ট ফ্যান ব্যবহার করুন। এতে তাজা বাতাস ঢুকে দুর্গন্ধ কমাবে।
সুগন্ধি মোম ব্যবহার করুন
সুগন্ধি মোম জ্বালিয়ে রাখলে ওয়াশরুমে সতেজতার অনুভূতি আসে। তবে মোম ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ অসাবধানতায় দুর্ঘটনা ঘটতে পারে।
গাছ বা ফুল রাখুন
ওয়াশরুমে মানিপ্ল্যান্ট বা ক্যাকটাসের মতো গাছ রাখতে পারেন। এগুলো বাতাসকে সতেজ করে এবং দুর্গন্ধ দূর করে। চাইলে একটি ফুলদানিতে সুগন্ধি ফুলও রাখতে পারেন।
ওয়াশরুমের পরিচ্ছন্নতা ও সতেজতা বজায় রাখতে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন। এতে আপনার পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনই অস্বস্তিও দূর হবে।