বেড়াতে যাচ্ছেন? ৫-৪-৩-২-১ নিয়মে ব্যাগ গোছান
ভ্রমণ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে একটানা কাজের ক্লান্তি দূর করা কিংবা মানসিক শান্তির জন্য ভ্রমণ খুবই কার্যকর ভুমিকা রাখে। যান্ত্রিক জীবনে ব্যস্ততার ভিড়ে সুযোগ পেলে অনেকেই ঘুরতে বেরিয়ে যান। গন্তব্য দূরে বা কাছে যেখানেই হোক, ভ্রমণের আগে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাগ প্যাকিং। কিন্তু অধিকাংশ ভ্রমণকারীই ভ্রমণের সময় ব্যাগে মাত্রাতিরিক্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন, যার অর্ধেকও তাঁরা ব্যবহার করেন না।
ভ্রমণকালে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করা যেমন কষ্টসাধ্য একইসাথে এতে ভ্রমণটাও বিরক্তিকর হয়ে ওঠে। সপ্তাহখানেক ভ্রমণের ক্ষেত্রে স্মার্ট প্যাকিংয়ের জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতির বিকল্প নেই।
ঘুরতে যাওয়ার আগের প্রস্তুতি নিয়ে প্রায় সবারই একটা দুশ্চিন্তা থাকে।
ব্যাগ গোছানো
প্রয়োজনের তুলনায় অনেক বেশি বা অপ্রয়োজনীয় জিনিস নেওয়া হয়। আবার অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু রেখে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়। এর সহজ সমাধান হলো ৫-৪-৩-২-১ নিয়ম। এই নিয়মটি মেনে চললে ব্যাগ গোছানো যেমন সহজ হবে, তেমনি ভ্রমণে মিলবে শান্তি।
পাঁচটি পোশাক
ভ্রমণের সময় পোশাকই সবচেয়ে বেশি জায়গা নেয়। তবে দিন এবং স্থান অনুযায়ী উপযুক্ত পাঁচটি পোশাক নিলেই যথেষ্ট।প্রতিদিনের ব্যবহারের জন্য দুই থেকে তিনটি হালকা এবং আরামদায়ক পোশাক নিন। রাতে ঘুমানোর জন্য একটি কমফোর্টেবল নাইট ড্রেস নিন। বিশেষ অনুষ্ঠানের জন্য বা ছবি তোলার জন্য একটি সুন্দর পোশাক রাখতে পারেন। অতিরিক্ত জিনিসপত্রের ভার এড়ানোর জন্য একাধিক জিনিসপত্র নেওয়ার প্রলোভন থেকে দূরে থাকুন।
চারটি আনুষঙ্গিক জিনিস
আনুষঙ্গিক জিনিসগুলো ভ্রমণে আপনার আরাম এবং সুরক্ষা নিশ্চিত করে। চারটি অত্যাবশ্যক আনুষঙ্গিক জিনিস নিতে পারেন।মাল্টিপারপাস স্কার্ফ বা শাল রাখতে হবে।এটি ঠান্ডা, রোদ, বা স্টাইলের জন্য কাজে আসবে।ছাতা বা রেইনকোট আবহাওয়া অনির্দিষ্ট হলে এই জিনিসগুলো ভীষণ প্রয়োজনীয়।সানগ্লাস রোদে চোখের সুরক্ষার জন্য আবশ্যক। ছোট ব্যাগ বা স্লিং ব্যাগ দিনে বাইরে বের হওয়ার সময় মূল ব্যাগ ছেড়ে ছোট ব্যাগ ব্যবহার করতে পারেন।
তিনটি জরুরি ডিভাইস বা গ্যাজেট
ভ্রমণকালীন প্রযুক্তির সুবিধা পাওয়া এবং স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই তিনটি ডিভাইস নিন।মোবাইল ফোন ও চার্জার আধুনিক ভ্রমণের সবচেয়ে অপরিহার্য সঙ্গী।পাওয়ার ব্যাংক সাথে নিতে হবে। চার্জ ফুরিয়ে গেলে এই ডিভাইস আপনাকে রক্ষা করবে।স্মৃতি ধরে রাখার জন্য একটি ক্যামেরা থাকলে ভালো হয়, তবে মোবাইল ক্যামেরাই যথেষ্ট।
দুটি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বনিম্ন দুইটি জিনিস সঙ্গে রাখতে হবে। ওষুধের কিটে প্যারাসিটামল, ব্যথার ওষুধ, ব্যান্ডেজ, এবং অন্য ব্যক্তিগত ওষুধ রাখুন।হ্যান্ড স্যানিটাইজার বা টিস্যু নিতে হবে জীবাণু থেকে রক্ষার জন্য এগুলো ভীষণ প্রয়োজন।
একটি বিনোদন সামগ্রী
ভ্রমণের সময় দীর্ঘ যাত্রায় মন ভালো রাখতে বা একঘেয়েমি কাটাতে একটি বিনোদন সামগ্রী রাখতে পারেন। বই বা ই-বুক রিডার যদি পড়ার অভ্যাস থাকে, তবে এটি সময় কাটানোর দারুণ উপায়। কানের হেডফোন গান শোনা বা পডকাস্ট শুনতে কাজে আসবে। আপনার পছন্দমতো একটি নির্বাচন করুন।
৫-৪-৩-২-১ নিয়মে ব্যাগ গোছানোর বাড়তি সুবিধা
অপ্রয়োজনীয় ওজন এড়ানো। বেশি জিনিস নেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। দ্রুত গোছানোর সুযোগ পাবেন। নিয়ম মেনে গোছালে অল্প সময়ে কাজ শেষ হবে। সবকিছু পরিকল্পিতভাবে নেওয়ার কারণে কিছুই বাদ পড়বে না। আরামের ভ্রমণ হালকা ব্যাগ নিয়ে চলাচল সবসময় সহজ।
৫-৪-৩-২-১ নিয়মটি এমনভাবে সাজানো যে ভ্রমণের সময় প্রয়োজনীয় সবকিছু আপনার সঙ্গে থাকবে। এতে আপনার ভ্রমণ হবে উপভোগ্য এবং ঝামেলামুক্ত। পরবর্তী ভ্রমণে এই নিয়মটি মেনে ব্যাগ গোছান এবং নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন।