শীত পোশাকের বাহারি সম্ভার
ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। শীতকাল মানেই ফ্যাশনের জন্য এক অনন্য ঋতু। শীতের আমেজকে উপভোগ করতে গরম পোশাকের পাশাপাশি আসে স্টাইলের ছোঁয়া। সারা বছরের অপেক্ষা শেষে শীতের সাজসজ্জা আমাদের জীবনে নিয়ে আসে আরামদায়ক আর স্টাইলিশ পোশাকের নতুন সম্ভার। চলুন দেখে নেওয়া যাক শীত পোশাকের কিছু দারুণ বাহার।
বছরের এই সময়টাতে আমরা সবাই চাই এমন কিছু পরতে যা গরম রাখার পাশাপাশি স্টাইলিশও হয়। তাই শীতের পোশাকের বাহারি সম্ভার আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় নিয়ে আসে বৈচিত্র্য।
শীতের শুরুতেই বাজারে ভিড় জমে যায় সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, কোট আর নানা ধরনের গরম পোশাকের জন্য। তবে এই পোশাকগুলো শুধু ঠান্ডা থেকে বাঁচার জন্য নয়, বরং নিজের ব্যক্তিত্ব প্রকাশেরও বড় উপায়। কেমন পোশাক বেছে নেবেন, সেটা নির্ধারণ করে আপনার রুচি আর স্টাইল।
সোয়েটার ও কার্ডিগানের স্টাইল
সাধারণ বা ডিজাইনার—সোয়েটার সবসময় শীতের প্রথম পছন্দ। বেসিক রঙের সোয়েটার যেমন নীল, কালো বা ধূসর প্রতিদিনের জন্য উপযুক্ত। আর উৎসবের জন্য বেছে নিতে পারেন রঙিন বা প্যাটার্নযুক্ত সোয়েটার। কার্ডিগানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শর্ট বা লং কার্ডিগান পরলে আপনার পোশাকে যোগ হবে স্মার্টনেস।
জ্যাকেট ও কোট
ক্লাসিক ফ্যাশন
শীতকালে কোট আর জ্যাকেট যে কতটা দরকারি, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। উলের কোট আপনাকে রাখবে আরামদায়ক। অন্যদিকে লেদার জ্যাকেট যোগ করবে ড্যাশিং লুক। ডেনিম জ্যাকেট এবং পাফার জ্যাকেট তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। অন্যদিকে ট্রেঞ্চ কোট বা ব্লেজার অফিস যাত্রা বা বিশেষ অনুষ্ঠানের জন্য আদর্শ।
শাল ও স্কার্ফের বহুমুখী ব্যবহার
শীতকালে শালের ব্যবহার না করলে কি চলে? উলের আর পাঁশমিনার শালগুলো যেমন আরামদায়ক, তেমনই স্টাইলিশ। এছাড়া স্কার্ফ বিভিন্নভাবে গলায় বাঁধা যায়, যা পোশাকের সাথে যোগ করে বাড়তি সৌখিনতা। শীতকালের আরেকটি অপরিহার্য পোশাক শাল। পাঁশমিনা বা উলের শাল যেমন আরাম দেয়, তেমনই এটি স্টাইলের অন্যতম অনুষঙ্গ। অন্যদিকে স্কার্ফ নানা রঙ এবং প্যাটার্নে পাওয়া যায় যা প্রতিদিনের সাধারণ পোশাকেও নতুনত্ব আনে।
হুডি ও সুইটশার্ট
তরুণদের পছন্দ
শীতকালে তরুণ-তরুণীদের মধ্যে হুডি এবং সুইটশার্টের চাহিদা সবচেয়ে বেশি। ক্যাজুয়াল লুকের জন্য এগুলো আদর্শ। উলের হুডি বা কটনের সুইটশার্ট যেমন আরামদায়ক, তেমনই প্রতিদিনের কাজে পরার জন্যও একদম উপযুক্ত।
ছোটখাটো অনুষঙ্গের সৌন্দর্য
শীতকালে পোশাকের সঙ্গে ছোটখাটো অনুষঙ্গ যোগ করতে ভুলবেন না। টুপি, মাফলার আর মোজা যেমন শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে, তেমনই ফ্যাশনে আনে পরিপূর্ণতা। উলের তৈরি রঙিন টুপি বা প্যাটার্নযুক্ত মাফলার আপনার সাধারণ পোশাকেও নতুন স্টাইল যোগ করতে পারে।
ফ্যাশনের যত্নের টিপস
শীতের পোশাক দীর্ঘদিন ভালো রাখতে হলে এগুলোর সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। উলের কাপড় কড়া ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে হালকা করে সাবান ব্যবহার করুন। পোশাকগুলো ছায়ায় শুকানোর চেষ্টা করুন, কারণ রোদে শুকালে কাপড়ের রঙ ফিকে হয়ে যেতে পারে। এছাড়া শীতের শেষে গরম পোশাক সংরক্ষণ করার সময় ন্যাপথলিন ব্যবহার করলে পোশাক ভালো থাকে।
ব্যক্তিত্বে শীতের ছোঁয়া
শীতকালে আমাদের পোশাকের মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটি বিশেষ সুযোগ তৈরি হয়। জ্যাকেটের বোতামে, সোয়েটারের রঙে কিংবা মাফলারের বাঁধনে লুকিয়ে থাকে আমাদের ব্যক্তিত্বের গল্প। তাই এই শীতে নিজের পোশাকের মাধ্যমে ফ্যাশনে নতুন কিছু যোগ করুন।
শীতের পোশাক শুধু শরীর গরম রাখার জন্য নয়, বরং জীবনের রঙ-ঢঙ প্রকাশ করার একটি মাধ্যম। তাই প্রতিদিনের কাজ হোক বা কোনো বিশেষ অনুষ্ঠান, শীতের বাহারি পোশাক দিয়ে নিজেই তৈরি করুন নিজের স্টাইল।