শীত আসার আগেই ঘর রাখুন ধুলাবালি মুক্ত
বছরের বিশেষ বিশেষ সময়ে বাড়ির ধুলাবালি সমস্যা বেড়ে যায়, বিশেষ করে শীতকাল ও পরিবর্তনশীল আবহাওয়ার সময় ধুলা কমানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ধুলাবালি শুধু ঘরের সৌন্দর্য নষ্টই করে না, এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই ধুলাবালি কমানোর কিছু কার্যকর উপায় জানা থাকলে ঘরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব। এখানে কিছু সহজ এবং কার্যকর টিপস দেওয়া হলো, যা মেনে চললে এই সময়ে বাড়ির ধুলাবালি নিয়ন্ত্রণে রাখা যাবে।
নিয়মিত পরিষ্কার করা
ধুলাবালি নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো ঘর নিয়মিত পরিষ্কার করা। প্রতিদিন ঘরের মেঝে, আসবাবপত্র এবং জানালাগুলো মুছে ফেলা উচিত। সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিকভাবে ঘরের কোণ এবং ধুলাবালি জমতে পারে এমন স্থানগুলো ভালোভাবে পরিষ্কার করা জরুরি। মাইক্রোফাইবারের কাপড় দিয়ে মুছলে ধুলা ভালোভাবে উঠে আসে এবং এটি ধুলোবালি শোষণেও কার্যকর।
কার্পেট ও পর্দার যত্ন
ঘরের কার্পেট এবং পর্দায় ধুলাবালি জমে যায়, তাই এগুলো নিয়মিত পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। পর্দা ও কার্পেট পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা ভালো। প্রতি সপ্তাহে একবার কার্পেট ও পর্দা ভ্যাকুয়াম করা উচিত। এছাড়া পর্দাগুলো মাসে একবার ধুয়ে নিতে পারলে আরও ভালো।
এয়ার পিউরিফায়ার ব্যবহার
যাদের ঘরে ধুলাবালির সমস্যা বেশি, তারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। এটি ঘরের বাতাস থেকে ধুলাবালি ও অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান শোষণ করে নেয় এবং বাতাসকে বিশুদ্ধ রাখে। বিশেষ করে শহুরে অঞ্চলে যেখানে বাইরের ধুলা ঘরে ঢোকার সম্ভাবনা বেশি থাকে, সেখানে এয়ার পিউরিফায়ার খুবই কার্যকর।
জানালা ও দরজা সিল করে রাখা
ধুলাবালি নিয়ন্ত্রণের জন্য জানালা ও দরজা ভালোভাবে সিল করে রাখা জরুরি। বাইরের ধুলা যাতে সহজে ঘরে ঢুকতে না পারে, সেজন্য জানালা ও দরজার ফাঁকগুলো সিল করে রাখুন। বিশেষ করে যেসব সময়ে বেশি ধুলাবালি থাকে, তখন জানালা বন্ধ রাখা উচিত।
আসবাবপত্রের পৃষ্ঠ মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন
ঘরের আসবাবপত্রের পৃষ্ঠে ধুলা জমা হয় দ্রুত। মাইক্রোফাইবার কাপড় ধুলাবালি শোষণে কার্যকর, এবং এটি ময়লা আবার বাতাসে ছড়িয়ে দেয় না। সাপ্তাহিকভাবে বা প্রয়োজন অনুযায়ী আসবাবপত্রের পৃষ্ঠ মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছলে ঘর ধুলাবালি মুক্ত থাকে।
অতিরিক্ত জিনিস সরিয়ে রাখুন
বাড়িতে অতিরিক্ত জিনিসপত্র থাকলে ধুলাবালি জমার জায়গা বেড়ে যায়। তাই অপ্রয়োজনীয় জিনিস ঘরে না রেখে আলমারি বা স্টোরেজে রেখে দিন। এতে ধুলাবালি কম জমবে এবং পরিষ্কার করা সহজ হবে।
মোটা ম্যাট ব্যবহার করুন
বাড়ির প্রবেশদ্বারে মোটা এবং দীর্ঘস্থায়ী ম্যাট ব্যবহার করা উচিত। এতে করে বাইরে থেকে যে ধুলাবালি আসে, তা ম্যাটেই আটকে যায় এবং ঘরে ঢোকার সুযোগ পায় না। এ ম্যাটটি নিয়মিত ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে।
বেডরুমে বিশেষ যত্ন
বেডরুমে ধুলাবালি জমতে না দেয়ার জন্য বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। শীতকালে কম্বল, বালিশের কভার এবং চাদর ধুলাবালি জমার একটি সাধারণ স্থান। এগুলো নিয়মিত পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন বালিশ ও বিছানা ভালোভাবে ঝেড়ে তারপর ব্যবহার করুন।
ইনডোর গাছপালা রাখুন
ইনডোর গাছপালা যেমন বায়ু পরিশোধন করে, তেমনই ধুলাবালিও নিয়ন্ত্রণে রাখে। অ্যালোভেরা, স্পাইডার প্ল্যান্ট, আরেকারা পাম, এবং স্নেক প্ল্যান্ট ইনডোর গাছ হিসেবে জনপ্রিয়। তবে, এগুলোও ধুলামুক্ত রাখতে মাঝে মাঝে পাতা পরিষ্কার করে নিতে হবে।
এই সময়ে বাড়ির ধুলাবালি নিয়ন্ত্রণে রাখা একটু কঠিন হলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কয়েকটি ছোট পদক্ষেপের মাধ্যমে ঘরকে ধুলামুক্ত ও স্বাস্থ্যকর রাখা সম্ভব। উপরে বর্ণিত এই সহজ এবং কার্যকর টিপসগুলো মেনে চললে ঘরের পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনই পরিবারের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।