Skip to content

১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওটিটিতে আসছে টলিউডের নারী গোয়েন্দা ‘বিবি বক্সী’

টলিউডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে যদি এটি কোন নারী কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়। এরই ধারাবাহিকতায়, আসছে নতুন ওয়েব সিরিজ ‘বিবি বক্সী’, যা টলিউডের প্রথম নারী গোয়েন্দা চরিত্রকে তুলে ধরবে।ব্যোমকেশ বক্সীর মতোই সত্যের খোঁজ করতে সব বিপদ মোকাবেলা করবে ‘বিবি বক্সী’।

টলিপাড়ায় নতুন সত্যান্বেষী আসছেন।এই  গোয়েন্দা গল্পটি একজন নারীর। ব্যোমকেশ বক্সীর মতোই সত্যের খোঁজ করতে সব বিপদ মোকাবেলা করবে “বিবি বক্সী”। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এই খবর নিশ্চিত করেছে।

অভিনেত্রী ইশা সাহাকে দেখা যাবে “বিবি বক্সী” হিসেবে । এর আগে কোয়েল মল্লিক হয়েছিলেন “মিতিন মাসি”, তুহিনা দাস হয়েছিলেন “দময়ন্তী”।

একটি সুত্রের মাধ্যমে জানা যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় “বিবি বক্সী” হিসেবে দেখা যাবে ইশাকে। ওয়েব সিরিজের চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব পেয়েছেন পারমিতা মুন্সী।

টলিউডে বেশ কয়েকজন গোয়েন্দা এসেছে। ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু থেকে শুরু করে একেনবাবু, গোরা, সবাই দর্শকদের মনে দাগ কেটেছেন। তবে নারী গোয়েন্দা খুব বেশি নেই।

বিবি বক্সীর পুরো নাম বিনোদবালা বক্সী। এক প্রত্যন্ত গ্রামের পুলিশ কনস্টেবল হিসেবে দেখা যাবে তাকে। সাধারণত গ্রামের মেয়েদের বিয়ে তাড়াতাড়িই হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হবে। সিরিজের শুরুতেই দেখানো হবে বিনোদবালার বিয়ে। একদিকে বিনোদ যেমন একজন নরম ও সংবেদনশীল মানুষ, অন্যদিকে সে একজন কঠোর ধাঁচের পুলিশ। সেই সঙ্গে তার কৌতুহলী মন রয়েছে যা রহস্যের শেষ পর্যন্ত পৌঁছায়।

এই সিরিজ ওটিটি মাধ্যম ফ্রাইডে অ্যাপে দেখা যাবে। পরিচালক জয়দীপ মনে করছেন “বিবি বক্সী”র এই গুণের জন্যই তার সঙ্গে দর্শকরা একাত্ম হতে পারবেন। গল্পে গ্রামীণ রাজনীতি, লিঙ্গ বৈষম্যের মতো বিষয়বস্তুও থাকবে বলে জানা যায়।

‘বিবি বক্সী’ টলিউডের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নারী কেন্দ্রিক কাহিনীর ক্ষেত্রে একটি দৃষ্টান্তমুলক উদাহরণ হতে চলেছে। দর্শকদের জন্য এটি হতে পারে একটি উপভোগ্য এবং চিন্তাশীল সিরিজ।

আশা করা যায়, চলতি মাসের শেষেই চিত্রনাট্যের কাজ শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকভাবে চললে ডিসেম্বর থেকেই শুটিং শুরু হয়ে যাবে। বেশিরভাগ শুটিং গ্রামীণ এলাকায় হতে পারে বলে জানা যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ