Skip to content

১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীর মনের খবর রাখে কে

নারীর মন—এক রহস্যময় জগৎ। প্রতিদিনের জীবনে নারীরা নানা রূপে হাজির হন: কখনও মা, কখনও মেয়ে, কখনও চাকুরীজীবি, আবার কখনও গৃহিণী। এই বহুমুখী দায়িত্ব পালন করতে গিয়ে একজন নারীর মনের গভীরে জমে ওঠে বিভিন্ন অনুভূতি, আশা, স্বপ্ন আর চাওয়া-পাওয়া। কিন্তু আমাদের সমাজ কি সেই মনের খবর রাখে? হয়তো না।

সমাজে নানা ধরনের নারীর মনকে বোঝা কিংবা উপলব্ধি করা নিয়ে সমাজের মানুষ দ্বিধায় ভুগে। “নারীর মন বোঝা ভার”—এই কথাটি যেন এখনও সমাজের মনের কথাই বলে। এই মন বোঝা কেন এমন কঠিন? প্রথমত, নারী নিজেই তার মনের কথা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন অনেক ক্ষেত্রেই। দ্বিতীয়ত, সমাজও তাদের অনুভূতিগুলোকে স্বাভাবিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়।

নারীর মনের খবর রাখতে হলে প্রথমেই সমাজের মনোভাবে পরিবর্তন আসা প্রয়োজন। নারীরা তাদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে প্রায়ই বিচার-বিশ্লেষণের শিকার হন। তাঁদের আবেগগুলোকে কখনও মনে করা হয় গুরুত্বহীন, কখনও মনে করা হয় অতিরঞ্জিত। উদাহরণস্বরূপ, একজন চাকুরীজীবী নারী যিনি কর্মক্ষেত্রে এবং পরিবারের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন, তার হতাশা বা কষ্টের কথা শুনতে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়? অনেক সময় মনে করা হয়, ‘এটাই তো স্বাভাবিক’ বা ‘সবাই তো এমনই করে’। এই চিন্তাভাবনাগুলো আসলে নারীর মনের গভীরে থাকা অনুভূতির প্রতি অবজ্ঞাসূচক।

নারীর মনের খবর রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের মূল্যায়ন। বিভিন্ন সম্পর্কের মধ্যে একজন নারী তার মনের খবর কখনও সঙ্গীর সাথে ভাগ করতে চান, কখনও মা-বাবার সঙ্গে। তবে সেই সম্পর্কগুলোতে নারী কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন? সেখানেও মাঝে মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় সমাজের প্রথাগত দৃষ্টিভঙ্গি। পরিবারের কোনো সদস্য, এমনকি কাছের বন্ধুরাও অনেক সময় তার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে বা গুরুত্ব দিতে পারে না। আর এই অবমূল্যায়ন থেকেই মনের গভীরে তৈরি হয় একাকিত্ব।

অপরদিকে, একজন নারী যখন তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান, তখন তার মনের কথা বোঝার বা তাকে অনুপ্রাণিত করার মতো পাশে থাকার মানুষের প্রয়োজন হয়। সমাজ যদি তাকে সেই সমর্থন দিতে না পারে, তবে তার মনের ভাবনা, চাওয়া-পাওয়া কিংবা অভিমানগুলো থেকে যায় অপূর্ণ। তিনি তখন মনকে চেপে রেখে নিঃশব্দে এগিয়ে যান, আর তার মনের খবর রাখার কেউ থাকে না।

অতএব, নারীর মনের খবর রাখা মানে কেবল তার অনুভূতি শোনা নয়; বরং তাকে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করা। তার আবেগ, কষ্ট ও স্বপ্নগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা। নারীর মনের খবর রাখার অর্থ হলো তাকে সমর্থন করা, তার পাশে থাকা। এই সমর্থন যদি পরিবার, সঙ্গী ও সমাজ থেকে আসে, তবে নারীর মন আরও সাহসী ও মুক্ত হয়ে ওঠে।

যদি আমরা সকলে একটু করে নারীর মনের খবর রাখতে সচেতন হই, তবে নারীর জন্য এই সমাজ আরও সুন্দর ও সহানুভূতিশীল হয়ে উঠবে। একজন নারীর মনকে জানার অর্থই হলো তাকে এবং তার স্বপ্নকে পূর্ণভাবে গ্রহণ করা।

সবশেষে, নিজেকেই নিজের অনুভূতির খবর রাখতে হবে, এবং সেই খবর গুরুত্বের সাথে নিতে হবে। নারীর নিজস্ব পরিচয় ও চাহিদার মূল্য বোঝার জন্য সমাজে সচেতনতা বাড়ানো উচিৎ। নারীর মনের খবর রাখার অর্থ শুধু তার চিন্তা-ভাবনা জানাই নয়, বরং তার অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করাও।

আসলে, নারীর মনের খবর পুরোপুরি কোনো একক ব্যক্তি বা সম্পর্ক দ্বারা বোঝা সম্ভব নয়। এটি অনেকটা সমুদ্রের জলরাশির মতো; বাইরে থেকে দেখা গেলেও এর গভীরতা এবং ভিতরের রূপ অনুধাবন করা কঠিন। সঠিক মনোযোগ, সংবেদনশীলতা এবং আন্তরিকতা ছাড়া নারীর মন বোঝা মুশকিল। এক কথায় বললে, নারীর মনের খবর আসলে তিনিই রাখেন – যে তাঁকে জানার সত্যিকারের ইচ্ছা রাখেন এবং তাঁকে বুঝতে চান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ