Skip to content

১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নয় রূপে, নয় শক্তিতে মা দুর্গা

মা দুর্গার অনেক রূপ রয়েছে। নানান সময় নানান রূপে পৃথিবীকে রক্ষা করার জন্য মা দুর্গা মর্ত্যলোকে আসেন। তবে দশভূজা রূপে মা দুর্গা শরতকালের দুর্গা রূপে মর্ত্যলোকে আসেন। তবে ভক্তের ডাকে দেবী দুর্গা মর্ত্যলোকের যে-কোনো স্থানে নানারূপে আবির্ভূত হন। মা দুর্গা সবসময় আমাদের মধ্যেই বিরাজ করে। তবে পৃথিবীতে যখন শান্তির ব্যাঘাত ঘটে তখন মা দুর্গা সেই শান্তিকে রক্ষা করতে এবং কল্যাণের জন্য পৃথিবীতে নানান রূপে নানান সময় আসেন।
দুর্গা মায়ের চিরায়ত দশভুজা রূপ ছাড়াও মায়ের আরও নয়টি রূপ আছে, যখন যেরূপে আবির্ভূত হওয়া দরকার, দেবী দুর্গা সেরূপেই আবির্ভূত হয়ে থাকেন। দেবী দুর্গার নয়টি রূপের সঙ্গে অনেকেরই পরিচয় নেই। সব রূপেই দেবী মহাশক্তির আধার, প্রতি রূপেই দেবী মাতৃরূপা, কল্যাণময়ী, অশুভ শক্তি বিনাশিনী দেবীর অনেক রূপের মাঝে নয়টি রূপ বিশেষভাবে, বিশেষ লগ্নে পুজিত হয়ে থাকে।
শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, কাত্যায়নী, চন্দ্রঘন্টা, চন্দ্রঘন্টা, কুশমা, স্কন্দমাতা, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী-মহাশক্তি রূপে দেবী দুর্গা দেবকুল, সাধককুল, ভক্তকুলে এইভাবেই পুজিত হয়ে থাকেন।

দুর্গা শৈলপুত্রী

শৈলপুত্রী মানে পাহাড়ের কন্যা। পর্বতরাজ হিমালয়ের কন্যা হচ্ছেন শৈলপুত্রী, দেবী দুর্গার নয় রূপের প্রথম রূপ। শৈলপুত্রী তার পূর্বজন্মে ছিলেন দক্ষরাজার কন্যা, নাম ছিল সতী, ভবানী। সতীদেবীর বিয়ে হয়েছিল ভোলানাথ শিবের সঙ্গে। ভোলানাথ শিব বেখেয়াল, সংসারে মন নেই, তাই সতীদেবীর পিতা দক্ষরাজ জামাতার প্রতি সন্তুষ্ট ছিলেন না। পিত্রালয়ে স্বামীর অপমান সতীদেবী সইতে পারেননি, যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। পরের জন্মে সতীদেবী হিমালয় রাজের কন্যা হয়ে জন্মগ্রহণ করেন, নাম হয় পার্বতী-হেমবর্তী। এই জন্মেও শিবের সঙ্গেই পার্বতীর বিবাহ হয়। উপনিষদে আছে, দেবী পার্বতী মহাশক্তির আধার।

ব্রহ্মচারিণী

দেবী দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, নবরাত্রির দ্বিতীয় দিনে এই পূজা করা হয়। দেবী ব্রহ্মচারিণীর মূর্তি খুবই চাকচিক্যমন্ডিত। দেবীর ডান হস্তে পদ্মফুল, বামহয়ে কমণ্ডলু। দেবী ব্রহ্মচারিণী আনন্দময়ী, সুখের আধার। দেবী ব্রহ্মচারিণী তার পূর্বজন্নে ছিলেন হিমালয়কন্যা দেবী পার্বতী- হেমবতী।

চন্দ্রঘণ্টা

দেবী দুর্গার তৃতীয় রূপ হচ্ছে চন্দ্রঘণ্টা। চন্দ্রঘন্টা হল দেবী মহাদেবীর তৃতীয় নবদুর্গা দিক, নবরাত্রির তৃতীয় দিনে ( নবদুর্গার নয়টি ঐশ্বরিক রাত) পূজা করা হয়। তার নাম চন্দ্র – ঘন্টা , যার অর্থ হল “যার ঘণ্টার মতো আকৃতির অর্ধ চাঁদ আছে”। তার তৃতীয় চোখ সর্বদা খোলা থাকে, যা মন্দের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার চিরস্থায়ী প্রস্তুতির ইঙ্গিত দেয়। তার কপালে অর্ধাকু তি চন্দ্র শোভা পায়। দেবী চন্দ্রঘণ্টা অত্যন্ত উজ্জ্বল এবং মোহময়ী। গাত্রবর্ণ স্বর্ণোজ্জ্বল, ত্রিনয়নী দেবী চন্দ্রঘন্টার দশ হাত।

কুশমণ্ডা

দেবী দুর্গার চতুর্থ রূপ কুশমণ্ডা। এটি দেবী পার্বতীর চতুর্থ রূপ। দেবী কুশমা অমিত শক্তির অধিকারী, তার মৃদু হাসির রেশে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। দেবী কুশমণ্ডার আট হাত, আট হাতের সাতটি হাতে শত্রুনিষন মারণাস্ত্র শোভা পায়, ডানপাশের একহাতে ধরা থাকে পদ্মফুল। দেবী কুশমণ্ডার বাহন সিংহ’।

স্কন্দমাতা

দেবী দুর্গার পঞ্চম রূপ হচ্ছে দেবী স্কন্দমাতা। পর্বতরাজ হিমালয়ের কন্যা তিনি, শিবের ঘরণী। তার পুত্রের নাম ‘ছন্দ’, স্কন্দ দেবতাদের সেনাবাহিনীর অধিনায়ক। স্কন্দদের মা, তাই স্কন্দমাতা।

কাত্যায়নী

দুর্গার ষষ্ঠতম রূপটি হচ্ছে দেবী কাত্যায়নী। ঋষি কাত্যায়নের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গাকন্যা ‘কাত্যায়নী’ রূপে ঋষি কাত্যায়নের ঘরে জন্মগ্রহণ করেন। বাংলায় কার্তিক মাসে কাত্যায়নী পূজা পালন করা হয়। দেবী কাত্যায়নীর আট যাত, প্রতি হাতে ধরে আছেন শত্রুনিধনের জন্য মারণাস্ত্র। দেবী কাত্যায়নী ত্রিনয়নী, তার বাহন সিংহ।

দেবী কালরাত্রি

দুর্গার সপ্তম রূপ হলো ‘কলরাত্রি’। দেবী কালরাত্রির গায়ের রং নিকষ কালো, মাথার চুল খোলা। গলার মালায় বিদ্যুৎ চমকায়। দেবী কালরাত্রি ত্রিনয়নী অর্থাৎ তিনটি চোখ এবং তিনটি চোখের গড়ন বিশ্বব্রহ্মান্ডের মতো গোলাকার।

মহাগৌরী

দুর্গার অষ্টম রূপের নাম ‘মহাগৌরী’। আট বছর বয়েসি দেবী মহাগৌরীর গাত্রবর্ণ শঙ্খ, চাঁদ অথবা জুঁইফুলের মতো সাদা। শুধু গাত্রবর্ণই নয়, তার পরিধেয় বস্ত্র, অলঙ্কারও শ্বেত-শুভ্র। দেবী মহাগৌরীর বাহন খাঁড়, খাঁড়ের পিঠে উপবিষ্ট অষ্টমবর্তী মহাগৌরী দেবী ত্রিনয়নী, প্রতি পাশে দুই হাত মিলিয়ে তার হাতের সংখ্যা চার।

সিদ্ধিদাত্রী

দুর্গার মায়ের নবম রূপটি সিদ্ধিদাত্রী হিসেবে পুজিত হয়। সিদ্ধির আট প্রকার: অনিমা, মহিমা, গরিমা, লখিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈষিতভা, (ঈষিত্ব) ভাষিতভা (ভাষিত্ব)। মহাশক্তি এই আটটি সিদ্ধি পূরণ করেন। ‘দেবীপুরাণে’ বলা হয়েছে, স্বয়ং শিব দেবী মহাশতিনা সাধনা করে সকল সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধিলাভের পর দেবী মহাশক্তির ইচ্ছায় শিবের দেহের অর্ধেক নারীত্ব লাভ করে, যে-কারণে শিবঠাকুর ‘অর্ধনারীশ্বর’রূপে বিখ্যাত। দেবী মহাশক্তির চারহাত, সিংহের পিঠে আসন গ্রহণ করেছেন, দেবী মহাশক্তির মুখশ্রীতে সর্বদা সন্তুষ্টির ছাপ দেখা যায়।

মা দুর্গার যে রূপই হোক না কেন, জগতের সব প্রাণী সুখী হোক, সবার প্রতি দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক। সমগ্র বিপদ থেকে যেন এই ধরিত্রী সর্বদা রক্ষা পায় সেই চাওয়াই মা দুর্গার কাছে। তা যেই রূপেই হোক না কেন। সুখ, শান্তি কল্যাণে সমগ্র বিশ্ব ভালো থাকুক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ