Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্কার নমিনেশন পেল ‘লাপাতা লেডিস’

বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে অস্কার। এ পুরস্কারের নমিনেশন পেতেও কোন সিনেমাকে হতে হয় সবচেয়ে অসাধারণ ও চমৎকার। হলিউড, বলিউড এবং সব দেশের-ই বাছাই করা কিছু সিনেমা এখানে পাঠানো হয়। আগামী বছরের জন্য বলিউডের পাঠানো ‘লাপাতা লেডিস’ পেয়েছে অস্কারের অফিসিয়াল নমিনেশন।

কিরণ রাও এর ‘ লাপাতা লেডিস ‘ সিনেমাটি ভারতে তো আলোচনায় ছিলোই এবার আন্তর্জাতিক ভাবেও পেতে শুরু করেছে প্রশংসা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবির খেতাবের জন্য ভারত থেকে আমির খান প্রযোজিত এই সিনেমাটিকে বেছে নেয়া হয়েছে অস্কারে প্রতিযোগিতা করার জন্য। এছাড়াও ছিল তামিল ছবি মহারাজা, তেলুগু শিরোনামের কল্কি ২৮৯৮ এডি, হনু-ম্যান। সেই সঙ্গে হিন্দি ছবির মধ্যে ছিল স্বতন্ত্র বীর সাভারকর এবং আর্টিকেল ৩৭০। আর গত বছর পাঠানো হয়েছিল মালয়ালম ছবি ২০১৮: এভরিবডি ইজ আ হিরো মোট ২৯টি। সেখান বেছে নেয়া হয়েছে কিরণ পরিচালিত এই ‘ লাপাতা লেডিস ‘ ছবিটিকে।
‘গাঁয়ের বধূ’দের গল্প যে দর্শকদের এত পছন্দ হবে তা আগে কেউ-ই বুঝতে পারেনি। ওটিটিতে আসার পর দেশে ও দেশের বাইরে প্রশংসার ঝড় তুলে ফেলেছিলো ছবিটি। কোন বড় তারকা ছাড়া নতুন মুখ নিয়ে ও মাত্র পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি করেছিলেন ছবিটি পরিচালক কিরণ রাও।


অস্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে একবার তিনি বলেছিলেন, ‘যদি এমনটা হয় তাহলে আমার স্বপ্ন সত্যি হবে। কিন্তু সবকিছুরই তো একটা পদ্ধতি থাকে। আমি শুধু আশা করতে পারি।’ লাপাতা লেডিজ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ