Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর থেকেই আম আদমি পার্টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ভারতে। এখন এ অবস্থাতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন অতিশি।
আম আদমি পার্টির আজ মঙ্গলবারের বৈঠকে নয়াদিল্লিতে কেজরিওয়াল নিজেই তার উত্তরসূরি হিসেবে অতিশির নাম সামনে রাখেন এবং দলের সবাই তার কথায় সহমত জানায়। বিকেলেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে আশা করা যাচ্ছে।

বিধানসভা নির্বাচন ছাড়া মুখ্যমন্ত্রী থাকবেন না এ সিদ্ধান্ত নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপর থেকে নানা আলোচনা শুরু হয় যে, কে হবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী? এর উত্তর কেজরিওয়াল নিজেই দিয়ে দিলেন, এখন নয়াদিল্লির পরবর্তী নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অতিশি মারলেনা সিং।

কে এই অতিশি?

অতিশি মারলেনা সিং ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যন্ত দিল্লিতেই পড়াশোনা করেছেন তিনি। তারপর তিনি বৃত্তি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি , সেখানে ২০০৩ সালে ইতিহাসে স্নাতকোত্তর করেন তিনি।

তার রাজনৈতিক যাত্রা শুরু ২০১৩ সালে আম আদমি পার্টির হয়ে। নীতি নির্ধারক হিসেবে জায়গা পান তিনি দলে। ২০১৫ এর মধ্য প্রদেশের খান্ডোয়র ঐতিহাসিক জল সত্যাগ্রহ আন্দোল ও ২০১৯ সালে দিল্লির লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। এরপর ২০২০ সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির কালকাজি আসন থেকে নির্বাচিত হন অতিশি।
বর্তমানে দিল্লি সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে শিক্ষা, গণপূর্ত, সংস্কৃতি ও পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় আছে। তার দ্বারা দিল্লির শিক্ষাখাতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সরকারি স্কুলগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা অধিকার আইনের সঙ্গে মিল রেখে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং বেসরকারি স্কুলগুলোর বাড়তি ফি নেওয়া বন্ধ করতে নীতিমালা প্রণয়নসহ অনেক জনপ্রিয় পদক্ষেপ তিনি হাতে নেন। শিক্ষার্থীদের সামগ্রিক সুস্থতা এবং মানসিক বিকাশের লক্ষ্যে ‘সুখ’ (হ্যাপিনেস) পাঠ্যক্রম যোগও তিনি-ই করেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ