Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাতের ত্বকের বিশেষ যত্ন

হাতের ত্বকের বিশেষ যত্ন

প্রত্যেক সৌন্দর্য সচেতন মানুষকেই দেখা যায় সাধারণত মুখের যত্নে যত অর্থ ব্যয় করেন তার একভাগও কিন্তু হাতের জন্য করেন না। অথচ আমরা যতবার হাত ধুই ততবার আমাদের হাত আর্দ্রতা হারায়। দৈনন্দিন কাজ ছাড়াও স্যানিটাইজার বেশি ব্যবহার করলেও সেখান থেকে হাতের চামড়া শুকিয়ে যায়।
এক্ষেত্রে পন্নিস আর্টিসের বিউটি কনসালটেন্স পন্নি খান জানিয়েছেন মুখের যত্নের জন্য ভালো ক্রিম ব্যাবহারের পাশাপাশি অবশ্যই হাতের জন্যও ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যাবহার করা উচিত। তিনি জানান হাতের তালু যদি হাইড্রেটেড রাখতে হয় তাহলে ভিটামিন সি রয়েছে এমন হ্যান্ডক্রিম বেছে নেওয়া ভাল।  এছাড়া তিনি হ্যান্ড ক্রিম ব্যাবহার ব্যবহার সম্পর্কে  আরও যা বলেছেন চলুন জেনে নেই-

◑ যে কোনও রকম সংক্রমণের হাত থেকেও রক্ষা করে হ্যান্ড ক্রিম। নিয়মিত ভাবে ব্যবহার করলে চামড়া শুকিয়ে যাওয়া, নখের কোনায় সংক্রমণ এসব হয় না।

◑ হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাতের চামড়া থাকবে টানটান। বয়সের আগেই চামড়া কুঁচকে যাওয়ার প্রবণতা কমবে।

◑ বার বার হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহারের ফলে হাতের সংবেদনশীলতা নষ্ট হতে পারে। আর তাই অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এরকম হ্যান্ডক্রিম ব্যবহার করতে হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ