হিন্দি, বাংলায় গান করেন জার্মান অন্ধ শিল্পী ক্যাসমে
জার্মানির শিল্পী ক্যাসান্দ্রা মে স্পিটমান চোখে দেখেন না৷ ভারতীয় সংগীত ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর কেড়েছে৷ কখনও ভারতে না যাওয়া ক্যাসমে কয়েকটি ভাষায় গান গাইতে পারেন৷
তিনি জানান, ‘‘ভারতীয় সংগীতের সঙ্গে আমার পরিচয় যুক্তরাষ্ট্রে৷ ২০১৭ সালে আমি বার্কলে কলেজ ও মিউজিকে ছিলাম৷ সেখানে ভারতের একটি গানের দল ছিল, যাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি৷ দেশে ফিরে আমি হিন্দি শেখা শুরু করি, হিন্দি গান শেখা শুরু করি৷ কিছুদিন পর ইনস্টাগ্রামে ভারতের বিভিন্ন ভাষার গান পোস্ট করা শুরু করি৷”
গত সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী ভারতীয় সংগীত ও সংস্কৃতির প্রতি ক্যাসমের ভালোবাসা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর তার গানগুলো ভারতে ভাইরাল হয়েছিল৷ ক্যাসমে কখনও ভাবেননি যে প্রধানমন্ত্রীর নজরে পড়তে পারেন তিনি৷
ক্যাসমে বলেন, ‘‘মোদী তার পডকাস্টে আমার নাম উল্লেখ করায় খুব অবাক হয়েছি৷ আমি কখনও ভাবিনি এটা সম্ভব হতে পারে৷ আমার কাছে শকিং মনে হয়েছে, কিন্তু ইতিবাচক উপায়ে৷”
ছোটবেলা থেকে গান আর বাদ্যযন্ত্র বাজানো শিখছেন ক্যাসমে৷ জন্ম থেকেই তিনি অন্ধ, কিন্তু এটা তার শিল্পী হয়ে ওঠার স্বপ্নে বাধা হতে পারেনি৷
জার্মানির অনেক গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ক্যাসমে৷ মঞ্চে গান গেয়েছেন৷ গত কয়েক বছরে ভারতের সংগীত ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ বেড়েছে৷ যদিও কখনও ভারতে যাননি তিনি৷
মোদী তার পডকাস্টে ক্যাসমের কথা উল্লেখ করার পর ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা কয়েক গুন বেড়েছে৷ তার ধারনা, অনুসারীদের ৯০ শতাংশের বেশি ভারতের৷ ভারতের ধর্মীয় ও জাতীয় উৎসবের দিনগুলোতে তিনি ইনস্টাগ্রামে ভারতের বিভিন্ন ভাষার গান প্রকাশ করেন৷
ক্যাসমে জানান, ‘‘অন্ধ হিসেবে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করা আসলে আরও সহজ, যেটা আমার ভালো লাগে৷ তবে ভিডিও ও অডিও সম্পাদনা করে পোস্ট করার সময় অন্যের সহায়তা লাগে৷ আমার অবশ্যই সহায়তা লাগে, কিন্তু আসলে, সত্যি বলতে, অন্ধ হিসেবে আপনি নিজেই ভিডিও ও ছবি পোস্ট করতে পারেন৷ মন্তব্যের উত্তর ও সরাসরি বার্তাও পাঠাতে পারেন৷”
ভারতীয় উপমহাদেশের বাদ্যযন্ত্র তবলা ও ঢোলের শব্দ পছন্দ করেন ক্যাসমে৷ কোলনের ভারতীয় সংগীত স্কুলে তিনি এগুলো বাজানো শিখছেন৷
ক্যাসমে বলেন, ‘‘ভারতীয় সংগীত সম্পর্কে জানার পর আমি অনেকগুলো ভারতীয় ক্ল্যাসিক্যাল কনসার্টে গিয়েছি৷ সেখানে একজন তবলাবাদক ছিলেন৷ দারুন বাজাচ্ছিলেন তিনি৷ তবলার বিভিন্ন শব্দ শুনে আমি মুগ্ধ হয়েছিলাম৷ তবলার সবকিছু আমার ভালো লেগে গিয়েছিল৷ তাই আমি এটা বাজানো শিখতে চেয়েছি৷ সিদ্ধান্তটা ভালো ছিল৷ তারপর সেই তবলাবাদক আমার শিক্ষক হয়ে যান৷”
অনুসারীদের সঙ্গে দেখা করতে শিগগিরই ভারতে যাওয়ার আশা করছেন ক্যাসমে৷ তাদের কারণেই আরও ভারতীয় গান গাওয়ার অনুপ্রেরণা পান তিনি৷ অন্ধদেরও তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রেরণা জোগাতে চান ক্যাসমে৷ যেমনটা তিনি ভারতীয় সংগীত নিয়ে করেছেন৷
অনন্যা/এআই