সুইডেনে গাড়ির উন্নত ব্যাটারি উৎপাদন
ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়ে চলায় উপযুক্ত ব্যাটারির প্রয়োজনও বাড়ছে৷ ‘ক্রিটিকাল’ উপাদানের প্রাচুর্যের কারণে সুইডেনের এক কোম্পানি উচ্চ মানের শক্তিশালী ব্যাটারি তৈরির কাজে অগ্রগতি করছে৷
ইউরোপের উত্তরের দেশ সুইডেনের প্রকৃতি স্বর্গরাজ্যের মতো৷ হাইটেক দেশটি একই সঙ্গে ইলেকট্রোমোবিলিটি ও গাড়ির ব্যাটারি তৈরির কারণেও বিখ্যাত৷
ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য প্রয়োজনীয় অনেক ‘ক্রিটিকাল’ বা জরুরি উপাদানের বড় ভাণ্ডার সে দেশে রয়েছে৷ ফলে নর্থভোল্ট নামের ব্যাটারি কোম্পানি বিশাল সম্প্রসারণের পরিকল্পনা করছে৷
এমা নেয়ারেনহাইম নর্থভোল্ট কোম্পানির পরিবেশ বিভাগের প্রধান৷ বলা বাহুল্য, তাঁর নিজের গাড়িটিও বিদ্যুতশক্তিতে চলে৷ তাঁর কোম্পানি ইলেকট্রিক গাড়ির জন্য যে ব্যাটারি সেল তৈরি করে, সেগুলির বৈশিষ্ট্য কী? এমা বলেন, ‘‘আমরা ব্যাটারিগুলি পাশাপাশি রেখে প্রথমে ছোট ইউনিট হিসেবে মডিউল প্রস্তুত করি৷ তারপর মডিউলগুলি জুড়ে এক প্রণালী সৃষ্টি করি৷ তাতে ইলেকট্রনিক যন্ত্রপাতি যোগ করা হয়৷ ব্যাটারি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হয়৷ সেই কনট্রোল প্যানেল আদর্শ চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা স্থির করে এবং কীভাবে, কোন গতিতে চার্জিং হবে, সেই সিদ্ধান্তও নেয়৷’’
সুইডেনের উত্তরে ইতোমধ্যেই একটি বিশালাকার ‘গিগাফ্যাক্টরি’ তৈরি হয়ে গেছে, যেটির আয়তন প্রায় ২০০ ফুটবল মাঠের সমান৷ সেখানে বছরে দশ লাখ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বিশেষভাবে তৈরি দূষণমুক্ত ‘ক্লিন রুম’-এ উৎপাদন প্রক্রিয়া চলে৷ প্রত্যেক গাড়ি কোম্পানির জন্য আলাদা করে ব্যাটারি সেল প্রস্তুত করা হয়৷
গাড়ির নিজস্ব অন-বোর্ড কম্পিউটার ব্যাটারি সেলগুলির যতটা সম্ভব সমান ব্যবহার নিশ্চিত করে৷ তাছাড়া আধ ঘণ্টার মধ্যে ৫০ শতাংশের বেশি চার্জিং সম্ভব করে এই যন্ত্র৷
নর্থভোল্টের প্রধান বিনিয়োহকারীদের মধ্যে জার্মানির বিএমডাব্লিউ ও ফলক্সভাগেন কোম্পানিও রয়েছে৷ একইসঙ্গে এই কোম্পানিগুলি নর্থস্ট্রিমের গ্রাহকও বটে৷ এমা নেয়ারেনহাইম বলেন, ‘‘ইউরোপের প্রিমিয়াম কোম্পানিগুলি আমাদের গ্রাহক৷ তারা খানদানি ব্র্যান্ড৷ আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করি বলে আমাদের এমন গাড়ির প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হয়, যেগুলি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে চলতে পারে৷’’
স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে ‘ক্রিটিকাল’ উপাদানের বিশাল ভাণ্ডার রয়েছে৷ প্রতিযোগিতার বাজারে সেটা নর্থভোল্টের জন্য বড় সুবিধা বটে৷ ব্যাটারি উৎপাদনের জন্য এই কোম্পানির বিশাল পরিমাণ ম্যাগনেসিয়াম, কোবাল্ট ও নিকেলের চাহিদা রয়েছে৷ পুরানো ব্যাটারিও রিসাইকেল করা হয়৷ সেগুলি টুকরো টুকরো করে গুরুত্পূর্ণ উপাদান উদ্ধার করা পরিবেশ সংরক্ষণের জন্য জরুরি৷
সেইসঙ্গে কারখানাগুলিকে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি দিয়ে তৈরি বৈদ্যুৎ ব্যবহার করতে হয়৷ একমাত্র এভাবেই ‘গ্রিন কার ব্যাটারি’ উৎপাদন করা সম্ভব৷
মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও পর্তুগালেও কোম্পানির শাখা রয়েছে৷ সব জায়গাতেই রিসাইকেল করা উপাদানের উপর নির্ভর করা হয়৷ রিসাইক্লিং উৎপাদন প্রক্রিয়া আরো আদর্শ করে তোলার লক্ষ্যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন৷ এমা নেয়ারেনহাইম বলেন, ‘‘আমরা এখানে এমন প্রক্রিয়া সৃষ্টি করছি, যা আমরা জার্মানি বা পোল্যান্ডে আমাদের যে কোনো হাবেও প্রয়োগ করতে পারি৷ বাতিল হয়ে যাওয়া ব্যাটারিগুলি স্বয়ংক্রিয়ভাবে ডিসচার্জ করে টুকরো টুকরো করে ফেলা হয়৷ যেমনটা দেখলাম, শেষে ব্যাটারির কাঁচামাল অবশিষ্ট থাকে৷”
সুইডেনের উত্তরে গিগাফ্যাক্টরিরও সম্প্রসারণ করা হচ্ছে৷ অদূর ভবিষ্যতে জার্মানিতেও কাজ শুরু হচ্ছে৷ ২০২৫ সালের মধ্যে ৩,০০০ কর্মীসহ একটি প্লান্ট চালু হবে৷ বেড়ে চলা চাহিদা মেটাতে সাড়ে চারশো কোটি ইউরো অংকের বিনিয়োগ করা হচ্ছে৷
অনন্যা/এআই