Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি চাই তাকে সহজ করে পেতে

 • 1
  আমি চাই তাকে সহজ করে পেতে
 • 13
  যতটা সহজে- সে অপরাহ্নে চায়ের কাপে চুমুক দিয়ে বিশ্রাম করে
 • 14
  ততটা সহজে আমি তাকে ছুঁয়ে দিতে চাই অবিশ্রান্তভাবে।
 • 15
  সূর্যাস্তের মত করে পাই নি।
 • 16
  তবুও কখনো তাকে আকাশের মত করে পাই নি
 • 17
  নদীর মত করে পাই নি
 • 18
  সে সহজ সরল বহমান প্রকৃতির মত নিয়মানুবর্তী
 • 19
  যতই তাকে সহজ করে পেতে চাইছি, ততই গভীর জটিলতা ভর করছে আমার চোখের পাতায়, মস্তিষ্কে, সারা অঙ্গে-প্রত্যঙ্গে
 • 20
  আমি তার তরল নদী বুকে মাছের মত সাঁতরে বেড়াতে চাই, যেখান থেকে বেরিয়ে এলে আমার দম বন্ধ হয়ে মৃত্যু হবে।
 • 12
  যতটা সহজে- সে তার চার আনার কানের দুল বার বার হারিয়ে ফেলেও খুঁজে পায়।
 • 11
  যতটা সহজে- সে আলুর খোসা ছাড়াতে পারে নিখুঁত এবং নির্ভুল ভাবে
 • 10
  যতটা সহজে- সে গরম তরকারির লবণ দেখতে গিয়ে হাতের তালু পুড়িয়ে ফেলে
 • 2
  যতটা সহজে- সে ঘরের রঙ বদলায়
 • 3
  বিছানা ঝাড় দেয়
 • 4
  ধোয়া শুকনো কাপড়গুলো ছাদ থেকে এনে গুছিয়ে রাখে।
 • 5
  যতটা সহজে- সে টিপ পরে দু-চোখের ঠিক মাঝখানে, কাটা কম্পাসের মত নিখুঁত করে।
 • 6
  যতটা সহজে- তার সবুজ শাড়ি কালো ব্লাউজের সাথে, কঁচি ধানখেতের মত মিলিয়ে যায়, যে পাশে আকাশ নেমে গেছে।
 • 7
  যতটা সহজে- তার চুলের কাঠি খোপার বাধনকে সারাদিন আঁকড়ে ধরে রাখে
 • 8
  আমি চাই ততটা সহজে সে আমায় বেধে রাখুক নিশ্চিন্তে।
 • 9
  ঠিক, যতটা সহজে- সে সুঁই-এ সুতো গেঁথে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করে
 • 21
  যতটা সহজে মানুষের মৃত্যু হয়, ততটা সহজে আমি তার ভেতর জন্ম নিতে চাই বার বার।
ডাউনলোড করুন অনন্যা অ্যাপ