Skip to content

রোজ ক্ষয়ে ক্ষয়ে যাই, আর একটু করে ফুরাই…

রোজ ক্ষয়ে ক্ষয়ে যাই, আর একটু করে ফুরাই…
আমি উড়ে উড়ে যাই
রোজ একটু করে ফুরাই।
আমি বাষ্প।
শেষ সুখের স্মৃতির মত
রোজ একটু করে ফুরাই।
আমি বাষ্প।
তীব্র কোন যন্ত্রনার মত
গভীর কোন ক্ষতচিহ্নের মত;
প্রেমিকের দীর্ঘ চুম্বনের মত
সেই শেষ আলিঙ্গনের মত;
ফুলে ওঠা একটা দীর্ঘশ্বাসের মত
প্রথম প্রেমের স্বপ্নের মত;
ফুটতে থাকা জলের মত
জমতে থাকা কান্নার মত,
আমি ক্ষয়ে ক্ষয়ে যাই
রোজ একটু করে ফুরাই।
আমি শীতল, আমি শ্রান্ত
আমি মলিন, আমি ক্লান্ত।
আমি বাষ্প।
ফোটায় ফোটায় জমে রই
কখনো দেয়ালে, কখনো পাতায়
কখনো গ্লানিতে, কখনো কামনায়।
আমি বাষ্প।
আমি বাষ্প।
আমি উড়ে উড়ে যাই
রোজ একটু করে ফুরাই।
আমি বাষ্প।
আমি জীর্ণ, আমি ভস্ম
আমি শূণ্য, আমি নিশ্ব।