রোজ ক্ষয়ে ক্ষয়ে যাই, আর একটু করে ফুরাই…


রোজ একটু করে ফুরাই।
আমি বাষ্প।

রোজ একটু করে ফুরাই।
আমি বাষ্প।

গভীর কোন ক্ষতচিহ্নের মত;

সেই শেষ আলিঙ্গনের মত;

প্রথম প্রেমের স্বপ্নের মত;

জমতে থাকা কান্নার মত,

রোজ একটু করে ফুরাই।

আমি মলিন, আমি ক্লান্ত।
আমি বাষ্প।

কখনো দেয়ালে, কখনো পাতায়
কখনো গ্লানিতে, কখনো কামনায়।
আমি বাষ্প।

আমি উড়ে উড়ে যাই
রোজ একটু করে ফুরাই।

আমি জীর্ণ, আমি ভস্ম
আমি শূণ্য, আমি নিশ্ব।