রোজ ক্ষয়ে ক্ষয়ে যাই, আর একটু করে ফুরাই… পিয়াল ইশরাত প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৪:২৭ পিএম আমি উড়ে উড়ে যাইরোজ একটু করে ফুরাই।আমি বাষ্প।শেষ সুখের স্মৃতির মতরোজ একটু করে ফুরাই।আমি বাষ্প।তীব্র কোন যন্ত্রনার মতগভীর কোন ক্ষতচিহ্নের মত;প্রেমিকের দীর্ঘ চুম্বনের মতসেই শেষ আলিঙ্গনের মত;ফুলে ওঠা একটা দীর্ঘশ্বাসের মতপ্রথম প্রেমের স্বপ্নের মত;ফুটতে থাকা জলের মতজমতে থাকা কান্নার মত,আমি ক্ষয়ে ক্ষয়ে যাইরোজ একটু করে ফুরাই।আমি শীতল, আমি শ্রান্তআমি মলিন, আমি ক্লান্ত।আমি বাষ্প।ফোটায় ফোটায় জমে রইকখনো দেয়ালে, কখনো পাতায়কখনো গ্লানিতে, কখনো কামনায়।আমি বাষ্প।আমি বাষ্প।আমি উড়ে উড়ে যাইরোজ একটু করে ফুরাই।আমি বাষ্প।আমি জীর্ণ, আমি ভস্মআমি শূণ্য, আমি নিশ্ব। Share