Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ তিশার জন্মদিন


আজ দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন।১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি তিনি জন্ম গ্রহণ করেন। তার জন্মেই যেন শুভ হয়েছিল এই তিথি। অভিনয় দক্ষতা আর মায়াবি চাহনির এই তারকা টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে গান করতেন।মূলত গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।

দারুণ সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি জয় করেছেন দর্কশ সমাজকে। ১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়।
নাটকটি রচনা করেন অনন্ত হীরা আর পরিচালনা করেন আহসান হাবীব। এরপর আর থেমে থাকতে হয়নি এই এই গুনি শিল্পকে। একের পর এক অনেক জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ