ভাষার মাস
ফেব্রুয়ারিটা ভাষার মাস
ভাই হারানোর শোক,
একুশ তারিখ ভাষা দিবস
চির অমর হোক।
লাল রঙেতে রঙিন আজ
গাছের সকল ফুল,
ছেলে হারানো কঠিন শোকে
মায়ের প্রাণ আকুল।
মুখের ভাষা আনলে যারা
জীবন বাজী রেখে,
শ্রদ্ধায় মাথা নত করি
তাদের ত্যাগ দেখে।
ফেব্রুয়ারির একুশ এলে
ভাই হারানোর ব্যথা,
ভাষার জন্য তাদের ত্যাগ
অমর বিজয়গাঁথা।