Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গুণে ভরপুর পেঁয়াজের খোসা

রান্নায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তরকারি তো ভাবাই যায় না। প্রতিদিনের রান্নার অপরিহার্য একটি উপাদান পেঁয়াজ। কিন্তু পেঁয়াজের খোসাও যে গুণে ভরপুর তা কি আমরা জানি? রান্নায় পেঁয়াজ দেই কিন্তু পেঁয়াজের খোসা ফেলে দেই। এই ফেলে দেওয়া পেঁয়াজের খোসারও রয়েছে নানান উপকারিতা। এসব উপকারিতা হলো-

পেঁয়াজের খোসা দূর করতে পারে পেশীর সমস্যা। পায়ে ব্যথা কিংবা পেশীতে টান লাগলে পেঁয়াজের খোসায় মিলবে উপকার। পেঁয়াজের খোসা সেদ্ধ করে নেওয়া পানিতে মধু মিশিয়ে খেলে আরাম পাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও পেঁয়াজের খোসার জুড়ি মেলা ভার। পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের খোসা মেশানো চা ও দূর করতে পারে গলা ব্যথার সমস্যা। 

ভিটামিন সি এর পাশাপাশি পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং ত্বকের নতুন কোষ গঠনেও সাহায্য করে। ত্বকের শুষ্কতা দূরেও পেঁয়াজের খোসার চা উপকারী। 

পেঁয়াজের খোসার আরেকটি উপকারী দিক হলো এটি চুলের যত্নেও ব্যবহার করা হয়। পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে সালফার। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি চুলের যত্নে ব্যবহার করলে খুশকি সমস্যা কমে যায় এবং চুল বৃদ্ধিতেও উপকারী ভূমিকা রাখে। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি দিয়ে সপ্তাহে ৩-৪ দিন চুল ধুয়ে নিলে চুল ঘন, কালো ও ঝলমলে হয়ে উঠে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ