অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে সেল বাড়ানোর উপায় শীর্ষক ১৮ ঘন্টার প্রশিক্ষন
প্রথমবারের মতো উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) অনলাইনে আয়োজন করতে যাচ্ছে “ফেসবুকের মাধ্যমে সেল বাড়ানোর উপায়” শীর্ষক ১৮ ঘন্টার একটা স্পেশাল হাতে কলমে প্রশিক্ষন।
যা আগামী জানুয়ারি ২৭, ২০২২ তারিখ থেকে শুরু হয়ে প্রতি মাসে একটি করে প্রোগ্রাম আগামী ৩০ জুন, ২০২২ পর্যন্ত চলবে।
এই সেশন গুলো থেকে অংশগ্রহনকারীর জানতে পারবেন কিভাবে সোস্যাল মিডিয়া পোস্ট এর জন্য কনটেন্ট ডেভেলপ করতে হয়, কোন কনটেন্ট এর মাধ্যমে সঠিক ক্রেতার কাছে পোছানো যায়, কিভাবে মোবাইল এর বিভিন্ন টুলস ব্যবহার করে একটি সুন্দর ছবি, ভিডিও অথবা একটি ডিজাইন তৈরী করতে হয়, একজন কাস্টমার এর কাছে পন্য সেল করার পর দ্বিতীয়বার সেই কাস্টমারের কাছে বার বার পন্য সেল করার নানান কৌশল, ফেসবুক পেজ এর রিচ কিভাবে বাড়বে, ফেসবুক ছাড়াও ইন্সটাগ্রাম, ই-মেইল ও অন্যন্য সোস্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে সেল বাড়াবেন, কিভাবে একটি প্রোডাক্ট এর প্রাইজ নির্ধারন করবেন এবং প্রোডাক্টটি কিভাবে প্যাকেজিং করবেন এবং কিভাবে ডেলিভারি করবেন তা নিয়ে বিস্তারিত হাতে কলমে শিখতে পারবেন এই সেশনগুলোর মাধ্যমে।
এই বিষয়ে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, "ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাড়ানোর উপায়" এই ৬ টি সেমিনার করে যে কেউ তার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি।
৬ টি সেশনে ইনস্ট্রাকটর হিসেবে থাকবেন পিকাবো ডট কম এর সিইও মরিন তালুকদার, রাইটারস অন দি ব্লক এর ফাউন্ডার অজন্তা রিজওয়ানা মির্জা, ইন্সট্রাকটরি ডট কম এর ইন্সট্রাক্টর তাবেন্দা হোসাইন, বিজকোপ এর ফাউন্ডার এন্ড সিইও নাহিদ হাসান, টেক্সর্ট এর ফাউন্ডার এন্ড সিইও এস এম বেলাল উদ্দিন এবং বিআইটিএম এর ট্রেইনার মাকমুন সাফা।
রেজিস্ট্রেশন এর জন্যে দেখুনঃ https://fbsales.weforumbd.org/