Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অনন্যা শীর্ষদশ ২০২০ সম্মাননা পাচ্ছেন সেঁজুতি সাহা 

পাক্ষিক অনন্যা বাংলাদেশের বহুল আলোচিত একটি নারী ম্যাগাজিন। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতি নারীকে অনন্যা শীর্ষদশ সম্মাননায় ভূষিত করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে এবং এ বছর অনন্যা শীর্ষদশ সম্মাননার ২৭ তম আসর হতে যাচ্ছে। 

অনন্যা শীর্ষদশ ২০২০ সম্মাননায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হচ্ছে তার মধ্যে একটি হলো বিজ্ঞান ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন সেঁজুতি সাহা।

 

সেঁজুতি সাহা ১১ বছর কানাডায় থাকার পর দেশের জন্য কিছু করতে বাংলাদেশে ফিরে আসেন। উন্নয়নশীল বিশ্বের দরিদ্র দেশগুলোতে অনেক রহস্যজনক রোগে আক্রান্ত হয় নবজাতক ও শিশুরা। এসব রোগ শনাক্তের সহজ উপায় খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন সেঁজুতি সাহা। ২০১৭ সালে বাংলাদেশে শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ হঠাৎ অনেক বেড়ে যায়। সেই সময় সেঁজুতি সাহা শিশুদের জিনগত উপাদান বিশ্লেষণ করে এর রহস্য উন্মোচনে সক্ষম হন। বাংলাদেশে প্রথম সার্চ-কোভ-২ ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করেন সেঁজুতি সাহার দল।

এছাড়া সেঁজুতি সাহা ২০২০ সালের জুলাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভ বোর্ড মেম্বার পদে নিযুক্ত হন।

 

সেঁজুতি সাহা ২০১৮ সালে  তার কাজের স্বীকৃতি-স্বরূপ বিল এন্ড মেলিন্ডা এওয়ার্ড পেয়েছেন। 

সেঁজুতি সাহা ছাড়াও এবছর আরও যারা অনন্যা শীর্ষদশ  সম্মাননা পেতে যাচ্ছেন তারা হলো – কামরুন্নাহার জাফর (রাজনীতি ক্যাটাগরিতে), শাহীদা বেগম (উদ্যোক্তা ক্যাটাগরিতে), লাফিফা জামাল (প্রযুক্তি ক্যাটাগরিতে), অল্পনা রানী (কৃষি ক্যাটাগরিতে), স্বপ্না ভৌমিক (কর্পোরেট পেশা ক্যাটাগরিতে), সেঁজুতি সাহা (বিজ্ঞান ক্যাটাগরিতে), তাসনুভা আনান (অধিকারকর্মী ক্যাটাগরিতে), জাহানারা আলম (ক্রীড়া ক্যাটাগরিতে), রূপন্তী চৌধুরী (লোক-ঐতিহ্য ক্যাটাগরিতে)। 

আগামীকাল ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটেরিয়ামে 'অনন্যা শীর্ষদশ ২০২০' সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকছেন  দারাজ ও হা-মীম গ্রুপ, বেভারেজ পার্টনার নেসকেফে, ব্রডকাস্টিং পার্টনার নেক্সাস টেলিভিশন, মিডিয়া পার্টনার এটিএন নিউজ, দৈনিক ইত্তেফাক, সমকাল, বাংলা ট্রিবিউন। 

অনন্যা শীর্ষদশ সম্মাননা ১৯৯৩ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা- ২০২০' অনুষ্ঠানে পাক্ষিক অনন্যা'র পক্ষ থেকে সকলের আমন্ত্রণ রইলো।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ