ছয়জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীদের অবদানও নেহাত কম ছিলোনা। তখনকার সময় যেখানে নারীদের ঘরের বাইরে বের হওয়াও ছিলো দুঃসহ ব্যাপার। তবুও বাঁধা ঠেলে মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলো লড়াকু বাঙালি নারীরা।
আজও দেশ মনে রেখেছে এসব নারীদের অবদান। বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননায় ভূষিত করা হয় তাদের। এমনই ধারাবাহিকতায় গতকাল মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যশোরে ৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
গতকাল শুক্রবার রাতে নাট্য সংগঠন 'বিবর্তন' যশোরের দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে তাদের এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া বীর নারী মুক্তিযোদ্ধারা হলেন, সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী, কাজী রোকেয়া সুলতানা রাকা, অর্পণা বিশ্বাস, আরতি রানী সাহা, রোকেয়া বেগম ও ফাতেমা খাতুন।
যশোর টাউন হল ময়দানে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ নাট্যোৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল।