Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবছর মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ!

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট পেলো ভারত৷ বিশ্বের বিভিন্ন দেশের ৮০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর পর মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধুর হাত ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট ফিরল ভারতে।

 

ইসরায়েলের বন্দরনগরী এইলাটে এ প্রতিযোগিতার ৭০তম আসর বসে। এ আসরে ২১ বছর বয়সী হারনাজের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা, দ্বিতীয় রানার আপ দক্ষিণ আফ্রিকার লালেলা মাসওয়ানে।

 

ভারতের চণ্ডিগড়ে জন্ম নেওয়া হারনাজ পরিচিতি পেয়েছেন মূলত ফ্যাশন মডেল হিসেবেই; পাঞ্জাবি ভাষার দুটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। এর আগে ‘মিস দিভা-২০২১’, ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯’ সহ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হারনাজ সান্ধু। 

 

সবশেষে ২০০০ সালে ভারতের লারা দত্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন। তার আগে ১৯৯৪ সালে প্রথমবার ভারতকে এ মুকুট এনে দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। ২১ বছর পর আবারও দেশের মাটিতে মুকট ফিরিয়ে আনায় হারনাজকে প্রশংসায় ভাসাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কারিনা, সুস্মিতারাও।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ