Skip to content

১২ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমায় আসতে চলেছে তারামন বিবির জীবন চিত্র 

মুক্তিযুদ্ধের বীর প্রতীক তারামন বিবির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমা। সিনেমার নাম ঠিক করা হয়েছে 'তারামন'। সিনেমায় এই বীর নারীর জীবনের অনেক গুলো দিকই তুলে ধরা হবে। 

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সিনেমায় তারামন বিবির চরিত্রে  অভিনয়  করবেন অভিনেত্রী তানহা তাসনিয়া। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আমিনুর ইসলাম লিটন। এবং উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। 

উজান প্রকাশনীর ব্যানারে নির্মিত হওয়া ‘তারামন’ সিনেমাটি পুরোপুরি ‘তারামন বিবি’র বায়োপিক নয়, বলে জানান সিনেমার সাথে সংশ্লিষ্টরা। তবে সিনেমায় তাঁর জীবনের বেশ কিছু ঘটনা তুলে ধরা হবে। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও অনেক নারী আড়াল থেকে যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেন। সেসব গল্প নতুন প্রজন্ম খুব জানেনা। 'তারামন' সিনেমার মধ্য দিয়ে সেসব অজানা গল্পই তুলে ধরা হবে। 

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরের দিকে। শুটিং হবে বাংলাদেশের উত্তরবঙ্গসহ মানিকগঞ্জ ও ঝিনাইদহ অঞ্চলে।
 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ