এবারের ১১-১১ ক্যাম্পেইনে ২০০কোটি টাকার বিক্রয়ের প্রত্যাশায় দারাজ বাংলাদেশ
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘১১.১১’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি আগামী ১১ নভেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা চলবে। এ ২৪ ঘণ্টায় ২০০ কোটি টাকার পণ্য বিক্রির আশা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান। তাজদীন হাসান বলেন, দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ থাকবে আড়াই কোটিরও বেশি পণ্যের সমাহার। ক্রেতারা উপভোগ করবেন একটি পরিপূর্ণ অনলাইন শপিং অভিজ্ঞতা।
সারপ্রাইজ ভাউচার, এক টাকা গেম, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজেন্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক- সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ১১'ও ক্লক ডিলস ও অ্যাড টু কার্ট গিভওয়েসহ এ ক্যাম্পেইনে থাকছে অসংখ্য আকর্ষণীয় অফার। দারাজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, বিগত বছরে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে অসাধারণ সফলতা অর্জন করেছি। এবারের ক্যাম্পেইনটিও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। দারাজের ক্রেতা ও ফ্যানরা চমৎকার এ সুযোগটি কাজে লাগিয়ে দুর্দান্ত ছাড়ে ও অফারে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন ও চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম।