Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন কবি ফরিদা মজিদ

কিছু মানুষ রয়েছে যারা চলে গিয়েও মানুষের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকে। কবি সাহিত্যিক তাদের মধ্যে অন্যতম। নিজেদের লেখনীতে তারা সারাজীবন মানুষের হৃদয়ে বিরাজ করে থাকেন। এমনই একজন হলেন কবি ও কথা সাহিত্যিক ফরিদা মাজিদ।

মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কবি ও কথা সাহিত্যিক ফরিদা মাজিদের।

গণমাধ্যমকে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন তাঁর সতীর্থ সঞ্জীব পুরোহিত।

ফরিদা ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থেকে আজ ভোরে তিনি মারা গেলেন।

ফরিদা মাজিদ ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জ্যোৎস্নার কন্যা।

তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন। প্রথমে লন্ডন ও পরে যুক্তরাষ্ট্রে ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি লন্ডনে বসে দেশের বড় বড় কবি সাহিত্যিকদের লেখা অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনার কাজ করেছেন। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন।

নিউইয়র্কের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংরেজির লেকচারার হিসেবে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আসেন তিনি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ