Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ মক্কা মদিনার জন্য!

মুসলিম সমাজের অন্যতম তীর্থ স্থান খ্যাত জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা শহর। জায়গাটিকে ঘিরে মুসলিম ধর্মপ্রাণ মানুষের আবেগের কমতি নেই। দেশটিতে লাখো লাখো ধর্মপ্রাণ মুসলিম প্রতিবছরেই প্রার্থনা করতে যায়। সম্প্রতি সৌদি সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করে। নারী হজ-যাত্রীদের সেবা দিতে সৌদি আরবের মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের জন্য ৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

সৌদি আরবের নারী উন্নয়ন-বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।  মন্ত্রণালয়ের নারী উন্নয়ন বিভাগের উপ প্রধান আল-নাউদ আল-আবৌদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীদের মধ্যে ৩১০ জন এ মন্ত্রণালয়ের কর্মী। এছাড়া নারী বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও নির্দেশনা বিভাগের প্রধান নোরা আল-থুয়াইবির দফতরের আরও ২০০ নারী কর্মী মসজিদে হজ-যাত্রীদের সেবা দিতে প্রশিক্ষণ নেন।

     
বাকি প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন সৌদির নারী প্রশাসন ও সেবা বিভাগের প্রধান ক্যামিলিয়া আল- দাদির দফতরের নারী কর্মীরা। সৌদি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানিয়েছে।

 

নারীদেরকে কাজের ধারায় যুক্ত করার বিভিন্ন মাধ্যম রয়েছে। তবে নারীদেরকে নারী বিষয়ক কাজে আলাদাভাবে যুক্ত করার যথেষ্ট সুবিধা রয়েছে। বিভিন্ন বিষয়ে নারীরাই কেবল সহয়তা করতে পারেন। নারীদেরকে সকল বিষয়ে যুক্ত এবং মূল ধারায় নিয়ে আসার মাধ্যমে এক আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ