চিঠি লিখে বাংলাদেশী তরুণীর বিশ্বজয়!
সময়ের তালে তালে নিজেকে তুলে ধরার অনেক মাধ্যম সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজ প্রতিভাকে তুলে ধরার জন্য অংশগ্রহণ করছে বিভিন্ন মাধ্যমে। যেমন বাংলাদেশী এক তরুণী বিশ্ব দরবারে নিজের প্রতিভাকে তুলে ধরেছে চিঠি লেখার মাধ্যমে। সম্প্রতি চিঠি লেখার মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়েছেন নুবায়শা ইসলাম নামের এই তরুণী।
সিলেটের আনন্দ নিকেতন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নুবায়শা ইসলাম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) আন্তর্জাতিক লেটার রাইটিং প্রতিযোগিতা ২০২১ এর স্বর্ণ বিজয়ী হয়েছেন। বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) ৫০তম চিঠি লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্য লক্ষাধিক কিশোর-কিশোরীকে পরাজিত করে তাকে এগোতে হয়েছে ।
নুবায়শার লেখা চিঠিটি ছিল তার অনাগত বোনকে উদ্দেশ করে। তাকে উদ্দেশ্য করে নুবায়শা আনুমানিক ৮০০ শব্দের একটি চিঠি লিখে। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠে করোনাকালে মৃত্যুভয়, স্বজন হারানোর ভয়। তার পাশাপাশি রয়েছে ভালো সময়ের জন্যে প্রত্যাশাও।
গত ২৭ আগস্ট সুইজারল্যান্ডে বিশ্ব ডাক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। এরপর নুবায়শাকে নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করে প্রতিষ্ঠানের ইউটিউবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নুবায়শার এ অর্জনটি কোন অংশেই কম নয়। লক্ষ প্রতিযোগির মাঝে নিজের শব্দ চয়নের মাধ্যমে তিনি নিজের প্রতিভাকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। শুধু নিজেকেই নয় বাংলাদেশকেও বিশ্ব-দরবারে পরিচয় করিয়ে দিয়েছে নুবায়শা ।