Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্যারিসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী মেয়র

প্যারিসে  প্রথম নারী মেয়র  আন্নে হিদালগো আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আন্নে রবিবার (১২ই সেপ্টেম্বর) এ ঘোষণা দেন।

প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো। ২০১৪ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। রাজধানী প্যারিসে গাড়ির সংখ্যা কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে জনপ্রিয়তার কাতারে এখন আন্নে হিদালগো।

আন্নে এবার সোশ্যালিস্ট পার্টির মনোনয়ন পেতে পারেন। তবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করার জন্য আন্নেকে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে টেক্কা দিতে  হবে।

যদি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি দ্বিতীয় মেয়াদের জন্য কি সিদ্ধান্ত নেবেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, আবারও হয়ত নির্বাচনে নামবেন বর্তমান প্রেসিডেন্ট।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ