মারা গেলেন বিগ বস খ্যাত অভিনেতা সিদ্ধার্থ
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিগ বস ১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। মুম্বাইয়ের কুপার হাসপাতালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
রিয়েলিটি শো বিগ বস- এর ১৩ আসরে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপর সে আসরে বিজয়ী হয়ে আলোচনায় আসেন সিদ্ধার্থ। হিন্দি টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করেও বেশ জনপ্রিয় হন এই অভিনেতা।
একতা কাপুরের ‘ব্রোকেন বাট বিউটিফুল থ্রি’ ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ। এছাড়াও কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ও 'দিল সে দিল তক’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ।
'সাবধান ইন্ডিয়া' এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শো-তেও সঞ্চালক হিসেবে বেশ কিছু দিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। বিগ বস ছাড়াও ‘ঝলক দিকলা জা সিক্স’, ‘ফিয়ার ফ্যাক্টর: খঁতরো কি খিলাড়ি’তেও অংশগ্রহণ করেছেন শুক্লা। তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডপাড়া।