Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মত নিউইয়র্কের দায়িত্বে নারী গভর্নর

প্রথম নারী গভর্নর হিসেবে নিউইয়র্কের দায়িত্ব নিয়েছেন ক্যাথি হোকুল। যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিউইয়র্কের ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন ক্যাথি। ২৫ আগস্ট (মঙ্গলবার) শপথ গ্রহণের কথা থাকলেও এদিন মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবানিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রথম এই নারী গভর্নরকে শপথ পড়ানো হয়। এরপর ক্যাথি জনগণের উদ্দেশে বলেন, গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি গর্বিত। দায়িত্ব পালনে তিনি প্রস্তুত।

উল্লেখ্য, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে গত বছর নিউইয়র্কের অন্তত ১১ জন নারী যৌন হয়রানির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে। এরপর ১০ আগস্ট অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেন। সোমবার গভীর রাতে নিউইয়র্ক স্টেট এসেম্বলি ও সিনেট নেতাদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন ।
 

এর আগে গভর্নর ভবন থেকে তার আসবাবপত্র সরিয়ে নেন। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো বলেন, আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তার এই পদত্যাগ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ