অর্জুন গাছের ছালের উপকারিতা
অর্জুন গাছ সকলেরই পরিচিত। এটি একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। এই গাছের ছাল- বাকল সব কিছুই ঔষধি গুণে ভরপুর।
অর্জুন গাছের ছাল আয়ুর্বেদিক চিকিৎসায় ও ব্যবহার করা হয়। ঔষধি গুণে ভরপুর অর্জুন গাছের ছালের উপকারিতা সম্পর্কে আজ জানবো।
অর্জুন গাছের ছাল হৃদরোগে উপশমে ব্যবহার করা হয়। প্রতিদিন সকালে গরুর দুধের সাথে চিনি এবং অর্জুন গাছের ছাল পিশিয়ে গুড়া করে মিশিয়ে খেলে বুক ধড়ফড় এবং হৃদরোগ কমে যায়।
রক্তে নিম্নচাপ এবং রক্তক্ষরণ রোধে অর্জুন গাছ বেশ উপকারী।
হৃদপিণ্ডের দুর্বলতা ও সাধারণ দুর্বলতা কাটিয়ে উঠতে অর্জুন গাছের ছাল কার্যকর। প্রতিদিন ছালের গুড়ো গরুর দুধের সাথে মিশিয়ে খেলে উপকৃত হওয়া যায়। এছাড়া রক্ত আমাশয়েও অর্জুন গাছের ছাল উপকারী।
জ্বর রোধক, মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসা এবং মাড়ির রক্তপাত বন্ধ করতে অর্জুন গাছের ছাল উপকারী।
অর্জুন গাছের ছাল লিভারসিরোসিসের টনিক হিসেবে ব্যবহার করা হয় এবং যৌন উদ্দীপনা বাড়াতেও কার্যকর।
ঋতুস্রাব জনিত সমস্যা, ব্যথা, প্রদর কমানোর কাজেও অর্জুন গাছের ছাল বেশ উপকারী।