ত্বকের যত্নে পটল
পটলের খোসা দিয়ে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করতে পারেন। প্যাক তৈরির প্রক্রিয়া নিচে দেওয়া হল-
উপকরণ
একটি পটল
একটি লেবু
ও
একটি শসা এবং গোলাপ জল।
প্রস্তুত প্রণালী
প্রথমে পটলকে ছিলে তার খোসা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এরপর শসা কেটে দিয়ে ব্লেন্ড করতে হবে। বাটিতে ছেকে রস বের করে নিতে হবে। ছেকে নেওয়ার পর তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপ জল দিয়ে ভালো ভাবে মিক্সড করে নিতে হবে।
ব্যবহার প্রক্রিয়া
মিক্সিং পেস্ট মুখে লাগানোর জন্য একটা কটন বানিয়ে নিতে হবে। কটনটি মিশ্রণে ডুবিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। এভাবে দুই তিন বার ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যাবে।
ত্বকের যত্ন নিতে কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার না করাই ভালো। ঘরোয়া পদ্ধতি তে ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে ত্বকের ক্ষতি হয় না এবং সৌন্দর্যও বৃদ্ধি পায়।