নিশো ও মেহজাবিনের বিরুদ্ধে মামলা!

একটি টিভি নাটকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে অভিনেতা আরফান নিশো এবং অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঈদের পর থেকেই একটি ঈদ নাটক নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠে। ঈদ উপলক্ষে 'সত্য ঘটনা' নামে আরফান নিশো ও মেহজাবিন অভিনীত নাটকটি চ্যানেল আই-এ সম্প্রচার করা হয়৷ নাটকে একটি সংলাপ থাকে যা প্রতিবন্ধী সন্তানদেরকে পাপের ফসল হিসেবে বলা হয়। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার বন্যা বয়ে যায়।
সমালোচনার তোপের মুখে পড়ে নাটকটি সরিয়ে নেওয়া হয় এবং এ বিষয়টির জন্য আরফান নিশো ও মেহজাবিন সকলের কাছে ক্ষমাও চান। তবে বিষয়টি সেখানেই মিটে যায় না। বরং তার জল গড়িয়ে আদালত পর্যন্ত পৌঁছায়। বশির আল হোসাইন নামে একজন প্রতিবন্ধী অধিকার কর্মী আদালতে এমন ভুল ও নেতিবাচক ধারণাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য নাটকে যুক্ত কলাকুশলীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় আসামি করা হয়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মমিনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি, তার বাবা-মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’
১১ ই আগস্ট ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকীর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’কে এই মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, রুবেল হাসানের পরিচালিত নাটকটি নিয়ে অনেক বাবা মা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন যাদের কিনা 'বিশেষ সন্তান' আছে। সারাবিশ্বে যেখানে প্রতিবন্ধীদের 'স্পেশাল চাইল্ড' হিসেবে মূল্যায়ন হচ্ছে সেখানে নাটকের মত একটি বিষয় যা অতিদ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়, সেখানে এমন নেতিবাচক মন্তব্য নিয়ে অনেক সংস্থা এবং শিল্প কলাকৌশলীরাও আশাহত হোন। গুণী অভিনেতা মামুনুর রশীদ সহ অভিনেতা তারেক আনাম খান ও আরো অনেকেই এ বিষয়ে নাটকটির সাথে জড়িত কলাকৌশলীদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পান বলে মন্তব্য করেন। এছাড়াও 'বিশেষ শিশু'দের জন্য কাজ করা অনেক সংস্থা এর প্রতিবাদ জানায়।