পরীমণি ও রাজ সহ গ্রেফতার ৪ জন
বর্তমানের বহুল আলোচিত নায়িকাদের একজন হলেন পরীমণি। সিনেমা জগতে অভিনয় নিয়ে যে শুধু আলোচিত তা নয়। সে তার ব্যক্তি জীবনেও এখন সকলের কাছে আলোচিত।
রাজধানীর বনানী থেকে মাদক সহ আটক নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জন কে পুলিশের এলিট ফোর্স র্যাব গ্রেফতার দেখিয়েছে। দুপুর ২ টায় র্যাবের সদর দফতর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বুধবার রাতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে তাকে আটক করে র্যাবের সদর দফতরে নেওয়া হয়। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হয়।
পরীমনির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা টি বনানী থানায় দায়ের করা হবে বলে জানিয়েছেন র্যাবের সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।