Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আটক হলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি

বনানীর নিজ বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

বুধবার বিকেল ৪টায় পরীমনির রাজধানীর বনানীর বাসায় এক অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় এই অভিযান শুরু হয়। বিকাল থেকেই তার বাসার সামনে অবস্থান করছিলেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরে তারা বাসায় প্রবেশ করে অভিযান শুরু করলে একপর্যায়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেন।

তবে বাসায় প্রবেশের পূর্বে র‌্যাব ও পুলিশ সদস্যরা পরিচয় দিলেও দরজা খুলেননি পরীমনি। তাদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে আসেন তিনি৷ সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ