Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সময়ের আগে মুখের চামড়ায় ভাঁজ কেন পড়ে? 

অনেকেরই সঠিক সময়ের আগেই মুখের চামড়ায় ভাঁজ পড়ে যায়। মনে হয় চামড়ার যথেষ্ট বয়স হয়ে গেছে। আর এমন পরিস্থিতি মনের উপরও চাপ সৃষ্টি করে। কিন্তু জানেন কি এমনটা কেন হয়ে থাকে? 

 

সঠিক যত্নের ওভাবে মূলত এমনটা হয়। এমনকি ত্বকের যত্ন ভুল পদ্ধতিতে নেওয়ার কারণে এমনটা হতো পারে। এই যেমন ধরুন,  

 

মেকআপ নেওয়ার সময় ভুল পদ্ধতি বা মেকআপ তোলার সময় ভুল পদ্ধতিতে তোলা চামড়া কুঁচকে যাওয়ার কারণ হতে পারে। অনেক সময় আমরা কাজল মাসকারা ইত্যাদি পরার সময় চোখ উপরে তুলে কপাল কুঁচকে পরি। এমনটা নিয়মিত চলতে থাকলে মুখের চামড়া কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। 

 

অনেকের আবার অভ্যাস কথা বলার সময় নানান মুখভঙ্গি করে। অপ্রয়োজনে ভ্রু, নাক, মুখ কুঁচকে কথা বলেন। এসবও তাড়াতাড়ি চামড়া কুঁচকে যাওয়ার জন্য দায়ী। বিশেষ করে কপালে এবং মুখের চারপাশে দাগ পড়ে যেতে পারে। 

 

অনেকেই আছেন রোদে বেরোলে তাকাতে পারেন না। অতিরিক্ত আলো চোখে সহ্য করতে পারেন না। এরকম যদি নিয়মিত হতে থাকে তবে মুখের চামড়ায় ভাঁজ পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ