Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্ত্রীর জন্য করলেন বিরাট আবিষ্কার!

দোকানে গেলে সবাই আমরা ওয়ান টাইম ব্যান্ডেজ বা ব্যান্ড এইড বললে একটি ব্যান্ডেজ পেয়ে থাকি। আমরা কি এই ব্যান্ডেজের আবিষ্কার হওয়ার সাথে যে ভালোবাসার সম্পর্ক আছে তা জানি?

 

এই ব্যান্ডেজের আবিষ্কারক আর্ল ডিকসন। তার স্ত্রী সবজি কাটা ও রান্নার সময় প্রায়ই প্রায় হাত কেটে ফেলত বা পুড়িয়ে ফেলত। আর্ল ডিকসন তখন জনসন এন্ড জনসন কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীর দুর্দশা দেখে তিনি ওই কোম্পানির দুটো পণ্য, টেপ এবং গজ কাপড় একসাথে করে এই ব্যান্ডেজটি বানিয়েছিলেন। সেখান থেকেই এই বৈপ্লবিক ফার্স্ট এইড আইটেমটির জন্ম।

 

 

স্ত্রীর উপকারে আসছে দেখে তিনি তার বসকেও এই ব্যান্ডেজটির কথা জানান। বস তার আবিষ্কারে কনভিন্স হয়ে এটিকে জনসন এন্ড জনসন ব্র্যান্ডের আন্ডারে Band-Aid নামে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বাজারে আসার পরই এটি সীমাহীন জনপ্রিয়তা পায়। এখনো Band-Aid এর ব্যান্ডেজ অত্যধিক জনপ্রিয়। 

 

আর্ল ডিকসন এ ঐতিহাসিক আবিষ্কারটি করেছিলেন ১৯২০ সালে। স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন হওয়ার এক অনন্য নিদর্শন হল ব্যান্ড এইড। যেভাবেই হোক বলা যায় কোটি ইনফেকশন থেকে রক্ষা করেছে এবং রক্ষা করে যাচ্ছে এই ব্যান্ড এইড।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ