Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষায় কাপড়ের ভেজা ভাব থেকেই যাচ্ছে?

বর্ষা এলেই জামা কাপড় নিয়ে পড়তে হয় বিপাকে। যতই শুকিয়ে রাখুন না কেন ভেজা ভাব থেকেই যাবে৷ আর এই ভেজা ভাবই পোশাক পরে খুব একটা আরাম দেয়না৷   তাহলে কি করবেন এই  ভেজা ভাব দূর করতে? উপায় তো কিছু আছেই। চলুন তবে জেনে আসি কি সেই উপায় – 

 

কাপড়  ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করুন। এতে কাপড়ে থাকা ফাঙ্গাস দূর হবে। এমনকি কাপড়ের দুর্গন্ধ হওয়া রোধ করে কাপড় ধোয়ার এই পদ্ধতি।  

 

রোদ না থাকলেও কাপড় জটলা করে রাখবেন না। অনেকেই আছেন কাপড় ব্যবহারের পর জটলা করে রাখেন। আবার অনেকে ধোয়ার পর রোদ নেই বলেও জটলা করে রাখেন। এতে কাপড়ের দুর্গন্ধ আরো বেড়ে যায়। এক্ষেত্রে কাপড় ঘরের মধ্যেই মেলে রাখুন। জানালা বা ফ্যানের নিচে রাখতে পারেন।  

 

লেবু একটা অম্লীয় উপাদান যা কাপড়ের দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। কাপড়ে সজীব ঘ্রাণ আনতে লেবু বা গোলাপের সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

 

চক বা সিলিকন পাউচ কাপড়ের দুর্গন্ধ দূর করে। তাই ওয়ারড্রবে শুকনা কাপড় ভাঁজ করে রাখার সময় তা দুর্গন্ধমুক্ত রাখতে চক বা সিলিকনের পাউচ রেখে দিতে পারেন। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ