Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মুসলিমদের সমর্থনে জেসিন্ডা

বিশ্বজুড়ে ব্যাপক সারা ফেলেছিলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা। সেবার ঐ হামলার ঘটনার পাশাপাশি বেশ আলোচনায় এসেছিলো দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডারন। তাই এবার সে হামলার ঘটনায় জেসিন্ডার সাহসী নেতৃত্বকে ফোকাস করে একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। গত সপ্তাহে হলিউড রিপোর্টার এ তথ্য জানিয়েছেন।

হলিউড রিপোর্টারের ঘোষণার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মাঝে বিষয়টি নিয়ে অসন্তুষ্টি বিরাজ করছে। এবার ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি আজ সোমবার (১৪ জুন) বলেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কিত কোনো সিনেমা নির্মিত হলে সেটার ফোকাস যেন মুসলিম সম্প্রদায়কে ঘিরে হয়।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। সেই ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম ‘দে আর আস বা তারা আমাদের’।জেসিন্ডা আর্ডারন বলেন, ১৫ মার্চের ঘটনায় বলার মত কিছু গল্প রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবগুলো গল্পই আমাদের মুসলিম সম্প্রদায়ের। সুতরাং, তাদের ফোকাসে রাখতে হবে। গল্পটিতে আমার কথা বলা হোক তা আমি চাই না।

হলিউড রিপোর্টার জানিয়েছে, নিউজিল্যান্ডের অ্যান্ড্রু নিকল সিনেমাটির গল্প লিখছেন এবং পরিচালনা করবেন। হামলা সম্পর্কে এটিতে বেশি কিছু নেই। মূলত জেসিন্ডা আর্ডারন হামলার পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার বিষয়বস্তু।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ