ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি।
সোমবার সাভার থানায় দুপুর ১২টার দিকে মামলাটি করা হয়। এতে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম। তিনি বলেন, পরীমনি নিজে বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন।
গত রবিবার পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে ধর্ষণ ও হত্যা-চেষ্টার অভিযোগ তুলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। এরপর রাতেই তার বনানীর বাসায় সাংবাদিকদের ডেকে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। এই সময় তার পাশে ছিলেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।