Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তিন সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে চীন

চীনে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় সরকার প্রত্যেক দম্পতিকে তিনটি সন্তান নেওয়ার অনুমোদন দিয়েছে। গত সোমবার এই ঘোষণা দিয়েছে চীন সরকার।

 

এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোন বাধার সম্মুখীন হবেন না।

 

জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে ১৯৭৯ সালে ‘এক সন্তান নীতি’ চালু করেছিলো চীন। এতে বলা ছিলো, একের অধিক সন্তান হলে তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না। তারপর থেকে এই নীতি লঙ্ঘন করা পরিবারগুলোকে জরিমানা,চাকরি হারানো এবং কখনো কখনো জোরপূর্বক গর্ভপাতের শিকারও হতে হয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে ২০১৬ সালে দুই সন্তানের অনুমতি দেওয়া হয়। তবে ওই নীতিতেও জন্মহার না বাড়ায়, নতুন করে তিন সন্তানের অনুমতি দেওয়া হয়েছে। 

 

বহুল দেশ চীনে জন্মহার অনেক কমে গেছে। এ মাসের শুরুর দিকে চীনে একটি জরিপে দেখা যায়, ১৯৫০ সালের পর এই প্রথম জন্মহার সবচেয়ে কম। ২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্ম দেওয়ার হার ছিল ১ দশমিক ৩। এ কারণে জন্মহার বাড়াতে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয় দেশটিতে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ