জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ
এতক্ষণে বুঝেই গেছেন ব্যাপারটা। নিখাদ অভিনয় দক্ষতার অধিকারী চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ।
মঞ্চ নাটক থেকে টেলিভিশন, বড় পর্দা বলি ছোট পর্দা, টেলিফিল্ম বা ওয়েব সিরিজ কোথাও তিনি কমতি রাখেননি নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে ঢেলে দিতে। জনপ্রিয়তাও তার তেমনই উচ্চতায়। চঞ্চল চৌধুরী মানেই যেন দর্শকের এক অতিমাত্রার চাহিদার জায়গা।
ছোট বেলা থেকেই শিল্পে তার বড়ই ভালোবাসা। গান বাজনা, আবৃত্তি, নাটকের প্রতি ছিল দারুণ আগ্রহ। এরপর ১৯৯৬ সালে এসে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে অভিনয়ে পা রাখেন। প্রথম 'কালো দৈত্য' নাটকে অভিনয় করেন। এরপর সংক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘শত্রুগণ’সহ অনেক নাটকে কাজ করেন।
২০০০ সালে তার টিভি পর্দায় অভিষেক হয় ফরিদুর রহমান পরিচালিত ‘গ্রাস’ নাটক দিয়ে। তারপর মোস্তফা সরওয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন।
২০০৬ এ এসে এই অভিনেতার বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম সিনেমা ছিল তৌকির আহমেদের 'রূপকথার গল্প'। ২০০৯ এ গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ' মনপুরা' দিয়ে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৬ তে এসে আবার জেতেন 'আয়নাবাজি'তে আয়না চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়াও 'টেলিভিশন', 'মনের মানুষ', 'দেবী' জনপ্রিয়তার বিচারে তার আলোচিত সিনেমা। সিনেমার সংখ্যা হাতে গোনা হলেও সবকটিই দর্শক প্রিয়তায় সেরা। তবে অসংখ্য নাটকে অভিনয় করে নিজের একটা দর্শক মহল ধরে রেখেছেন তিনি। গেল বছরের ডিসেম্বরে ওয়েভ সিরিজেও নাম লেখালেন এই গুণী শিল্পী। 'তাকদীর' ওয়েব সিরিজে তাকদীর চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন দর্শক মহলে৷ এমনকি করোনা কালীন নির্মিত 'আয়নাবাজি' সিরিজে একজন করোনার রোগীর চরিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন। তার অভিনয় দক্ষতার কথা ভাষায় ব্যক্ত করার বিষয় নয় যেন, এ এক দারুণ উপলব্ধির বিষয় বটে। এমন সুনিপুণ অভিনয় দর্শক অনুভবই করতে পারে খালি।
জনপ্রিয় এই অভিনেতা ১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। পাবনা জেলার সুজানগর উপজেলার কামারহাট গ্রামে তার জন্ম। বেড়ে ওঠাও সেখানে। রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। তারপরই ধীরে ধীরে তার অভিনেতা হয়ে উঠা।
আজ এই যাদুকরী অভিনয় শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা, যেন আরো হাজার বছর বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে পারেন এই গুণী অভিনেতা।