ছবিতে দুধ ঢালার ঘটনায় বিরক্ত সোনু সুদ
বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদকে দেবতার সঙ্গে তুলনা করে তার ছবিতে দুধ ঢালার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এমন ঘটনায় বেশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি। এমন ঘটনা সোনু সুদকে নাড়া দিলেও এ ভাবে খাদ্যবস্তু নষ্ট করার কোন মানে হয় না বলে মত এই অভিনেতার।
করোনা মহামারীর শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সোনু সোদ। মানবিক কাজের মাধ্যমে মন জয় করেছেন অনেকের। আর তাই ভারতের অনেকের কাছে দেবতায় রূপ নিয়েছেন তিনি। তাই সোনুর একটি বড় ছবি টাঙিয়ে তাতে দুধ ঢালা হচ্ছে। এমন এক ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ‘এফআইআর’ ও ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক। তিনি সেই ভিডিও টুইট করে জানান, গোটা দেশের মতোই তিনিও সোনু সুদকে খুব ভালবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তা বলে দেশের এমন দুর্দশার সময়ে, মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছেন, তখন দুধ নষ্ট করার অর্থ হয় না। আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন?