Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে

সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ টু এর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকীর জুটি হেরে গেছে নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা জুটির কাছে। ফাইনালে ৫-১ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।  

 

প্রথম সেটে ৩০-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৩৫-৩৫ ব্যবধানে টাই হয়। আর তৃতীয় সেট ৩৪-৩৭ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আর এতেই স্বর্ণ পদক নিজেদের করে নেয় ডাচরা। আর রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

 

তবে, ফাইনালে হারলেও বাংলাদেশের তীরন্দাজদের রানার্সআপ হওয়াটাও অনেক বড় অর্জন। বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আর্চারি বিশ্বকাপে এইটা বাংলাদেশের সেরা অর্জন। 

 

এর আগে ২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশকে  ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন রোমান সানা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ