বৈবাহিক জীবনের ইতি টানলেন মাহি
অবশেষে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকদিন ধরেই তাদের সংসারের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে, এমন গুঞ্জনে সর্বদা নিরব ছিলেন মাহী। কিন্তু অবশেষে সেই গুন্জন সত্য প্রমাণ করে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অগ্নিকন্যা খ্যাত মাহি। ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে এমনি ইঙ্গিত দিয়েছেন মাহি।
রবিবার মাহি তার ফেসবুকে লিখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করব।’
তার স্ট্যাটাস এর সত্যতা জানতে চাইলে বিষয়টি সত্য বলে গণমাধ্যমকে জানায় মাহি। তিনি বলেন, অনুরোধ করবো নেতিবাচক কিছু না লেখার জন্য। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।’
২০১৬ সালের ২৫ মে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।